প্রতিরক্ষামন্ত্রক

অর্ডন্যান্স ফ্যাক্টরি গুলিকে কর্পোরেটাইজেশন করার উদ্যোগ

Posted On: 26 JUL 2021 3:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ জুলাই, ২০২১

 

স্বাভাবিক কাজকর্মের স্বায়ত্তশাসন, দক্ষতা বৃদ্ধি এবং অডিয়েন্স ফ্যাক্টরি গুলিতে নতুন বৃদ্ধি ও উদ্ভাবনের সম্ভাবনার কথা ভেবে সরকার অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের উৎপাদন কেন্দ্র গুলিকে ৭টি ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং- এ রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বিশদভাবে এর ব্যাখ্যা হচ্ছে-

১) গোলাবারুদ এবং বিস্ফোরক-- এমুনেশন ফ্যাক্টরি খাদকি। করডাইট  ফ্যাক্টরি, অরুভানকাডু। হাই এনার্জি প্রজেক্টাইল ফ্যাক্টরি, তিরুচিরাপল্লী। হাই এক্সপ্লোসিভ ফ্যাক্টরি, খাদকি। অর্ডন্যান্স ফ্যাক্টরি, ভান্ডারা। অর্ডন্যান্স ফ্যাক্টরি, বলাঙ্গীর। অর্ডন্যান্স ফ্যাক্টরি, চন্দ্রপুর। অর্ডন্যান্স ফ্যাক্টরি, দেহু রোড। অর্ডন্যান্স ফ্যাক্টরি, ইতার্সি। অর্ডন্যান্স ফ্যাক্টরি, খামারিয়া। অর্ডন্যান্স ফ্যাক্টরি, নালন্দা। অর্ডন্যান্স ফ্যাক্টরি, ভাড়াগাঁও।

২) যানবাহন-- ইঞ্জিন ফ্যাক্টরি, আবাদি। হেভি ভেহিকেল ফ্যাক্টরি, আবাদি। মেশিন টুলস ফ্যাক্টরি, আম্বরনাথ। অর্ডন্যান্স ফ্যাক্টরি, মেডক। ভেইকেল ফাক্টরি, জবলপুর। 

৩) অস্ত্র এবং সরঞ্জাম--

ফিল্ড গান ফাক্টরি, কানপুর। গান ক্যারেজ ফ্যাক্টরি, জবলপুর। গান এন্ড সেল ফ্যাক্টরি, কাশিপুর। অর্ডন্যান্স ফ্যাক্টরি, কানপুর। অর্ডন্যান্স ফ্যাক্টরি প্রজেক্ট, করোয়া। অর্ডন্যান্স ফ্যাক্টরি, তিরুচিরাপল্লী। রাইফেল ফ্যাক্টরি, ইছাপুর। স্মল আর্মস ফ্যাক্টরি, কানপুর।

৪) সৈন্য বাহিনীর পোশাক পরিচ্ছদ-- অর্ডন্যান্স ক্লথিং ফ্যাক্টরি, আবাদি। অর্ডন্যান্স ক্লোথিং ফ্যাক্টরি, শাহজাহানপুর। অর্ডন্যান্স ইকুইপমেন্ট ফ্যাক্টরি, কানপুর। অর্ডন্যান্স ইকুপমেন্ট ফ্যাক্টরি, হযরতপুর।

৫) আনুষঙ্গিক-- গ্রে আয়রন ফাউন্ড্রি, জবলপুর। মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরি, ইছাপুর। অর্ডন্যান্স ফ্যাক্টরি, আম্বেরনাথ। অর্ডন্যান্স ফ্যাক্টরি, আম্বাজারি। অর্ডন্যান্স ফ্যাক্টরি, ভুসাওয়াল। অর্ডন্যান্স ফ্যাক্টরি, দমদম। অর্ডন্যান্স ফ্যাক্টরি, কাটনি। অর্ডন্যান্স ফ্যাক্টরি, মুরাদনগর।

৬) অপ্টো- ইলেকট্রনিক্স--অর্ডন্যান্স ফ্যাক্টরি, চন্ডিগড়। অর্ডন্যান্স ফ্যাক্টরি, দেরাদুন। অপ্টো- ইলেকট্রনিক্স ফ্যাক্টরি দেরাদুন।

৭) প্যারাসুট-- অর্ডন্যান্স প্যারাসুট ফ্যাক্টরি, কানপুর।

অর্ডন্যান্স ফ্যাক্টরি গুলিকে কর্পোরেটাইজেশন করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড এমপ্লয়িজ ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন দুটি সংগঠন।

যদিও অর্ডিন্যান্স ফ্যাক্টরি গুলিকে কর্পোরেটাইজেশন করার বিষয়টি নিয়ে ডিফেন্স প্রোডাকশনের সচিবের নেতৃত্বে ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী ও এ বিষয়ে সংগঠন গুলির সাথে গত ১৬ জুলাই বৈঠক করেছেন। এ বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য তিনি দুটি সংগঠনের নেতৃত্বের কাছে আহ্বান জানিয়েছেন।

আজ রাজ্যসভায় শ্রী এম শানমুগম এবং শ্রী কনকামেদালার আনা এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট এই তথ্য জানিয়েছেন।

 

CG/ SB



(Release ID: 1739233) Visitor Counter : 192


Read this release in: English , Urdu