ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

স্বনিযুক্তির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ক্ষুদ্র কৃষকদের কুটির শিল্প স্থাপনে উৎসাহ প্রদান

Posted On: 22 JUL 2021 1:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ জুলাই, ২০২১

 

স্বনিযুক্তি প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার ক্ষুদ্র কৃষকদের জন্য কুটির শিল্প স্থাপনের ক্ষেত্রে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে।

১) প্রধানমন্ত্রী কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র কৃষকরা ঋণ গ্রহণের মাধ্যমে কুটির শিল্প গড়ে তুলতে পারেন।

আবার বন ভিত্তিক শিল্প যেমন, ওষধি সংস্থা বা মৌ পালন প্রভৃতিও করা যেতে পারে।

 কৃষকরা প্রয়োজনে কৃষিভিত্তিক এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলতে পারেন। তা ডাল থেকে শুরু করে, ফল, সবজি প্রভৃতি হতে পারে।

 হাতে তৈরি কাগজ ও তন্তু শিল্প গড়ে তোলার কাজে তাঁরা উদ্যোগ নিতে পারেন।

ভারত সরকার এই প্রকল্পটি সূচনা করার পর থেকে গত ৯ জুলাই পর্যন্ত ৬,৯৭,৬১২টি কুটির শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। যাতে সরকারি সহায়তার পরিমাণ ১৬৬৮৮.১৭ কোটি টাকা।

২) দেশের ঐতিহ্যবাহী কুটির শিল্পগুলিকে আর্থিক দিক থেকে সুবিধা দিতে সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে।

গত ১৯ জুলাই পর্যন্ত এ ধরনের ৪৩৩ টি ক্লাস্টার কে অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে ২.৬ লক্ষ কৃষকসহ কারিগর উপকৃত হয়েছেন। যেখানে সরকার ১১০২ কোটি টাকা দিয়ে সহায়তা করেছেন।

মন্ত্রকের পক্ষ থেকে গ্রাম উদ্যোগ বিকাশ যোজনা চালু করা হয়েছে।

যার মধ্যে রয়েছে মৌ পালন এবং খনিজ বিষয়ক শিল্প।

আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী শ্রী নারায়ন রানে এই তথ্য জানিয়েছেন।

 

CG/ SB



(Release ID: 1737902) Visitor Counter : 195


Read this release in: English , Urdu , Punjabi