স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ টিকাকরণের বিষয়ে সর্বশেষ তথ্য
प्रविष्टि तिथि:
17 JUL 2021 11:01AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৭ জুলাই, ২০২১
কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণে গতি আনতে এবং টিকা গ্রহণের সুযোগ-সুবিধার পরিধি বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ কেন্দ্র কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণকে একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করেছে। সর্বজনীন টিকাকরণের নতুন পর্যায় শুরু হয়েছে গত ২১ জুন থেকে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও বেশি পরিমাণ টিকা সরবরাহ করার জন্য নতুন নতুন পরিকল্পনা করা হচ্ছে, যাতে সরবরাহ শৃঙ্খল বজায় থাকে।
দেশ ব্যাপি টিকাকরণের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্য কোভিড টিকা সরবরাহ করে চলেছে। বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থা প্রতি মাসে যে টিকা উৎপাদন করছে তার ৭৫ শতাংশ কেন্দ্র সংগ্রহ করছে। কেন্দ্র এ পর্যন্ত ৪১ কোটি ৬৯ লক্ষ ২৪ হাজার ৫৫০টি টিকার ডোজ সংগ্রহ করে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করেছে। আজ সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অপচয় সহ মোট ৩৮ কোটি ৯৪ লক্ষ ৮৭ হাজার ৪৪২টি টিকার ডোজ ব্যবহার করা হয়েছে। অতএব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং বেসরকারী হাসপাতালের কাছে এখনও পর্যন্ত ২ কোটি ৭৪ লক্ষ ৩৭ হাজার ১০৮টি টিকার ডোজ মজুত রয়েছে।
CG/SS/NS
(रिलीज़ आईडी: 1736382)
आगंतुक पटल : 222