তথ্যওসম্প্রচারমন্ত্রক
নিউজ অন এআইআর রেডিওর লাইভ স্ট্রিমিং এর আন্তর্জাতিক র্যাঙ্কিং
Posted On:
07 JUL 2021 5:16PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ জুলাই, ২০২১
আকাশবাণীর নিউজ অন এআইআর অ্যাপের লাইভ স্ট্রিমিং –এর ভারত ছাড়া পৃথিবীর বাকি দেশগুলির সর্বশেষ র্যাঙ্কিন প্রকাশিত হয়েছে। এই র্যাঙ্কিন অনুযায়ী ফিজি পঞ্চম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সৌদি আরব প্রথম ১০ এর তালিকায় ঢুকে পড়েছে। এই তালিকায় কুয়েত এবং জার্মানি ঢুকলেও ফ্রান্স ও নিউজিল্যান্ড বেরিয়ে গেছে। তালিক শীর্ষে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান ধরে রেখেছে।
সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, আকাশবাণীর তেলেগু এবং তামিল ভাষায় লাইভ স্ট্রিম পরিষেবা মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয়। অন্যদিকে ব্রিটেনে পাঞ্জাবী ভাষার অনুষ্ঠান বেশি জনপ্রিয়।
ভারত ছাড়া বাকি দেশগুলির এই তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছে বিবিধ ভারতী ন্যাশনাল। আকাশবাণী সংবাদ – এআইআর নিউজ ২৪*৭ একধাপে উঠে ষষ্ঠ স্থানে এসেছে।
অন্যদিকে তামিল ভাষার অনুষ্ঠান ষষ্ঠ থেকে দশম স্থানে নেমে গেছে।
আকাশবাণীর ২৪০টি পরিষেবা নিউজ অন এআইআর অ্যাপ, প্রসার ভারতী অফিসিয়াল অ্যাপে লাইভ স্ট্রিম হয়। নিউজ অন এআইআর অ্যাপের শ্রোতা ভারতের পাশাপাশি বিশ্বের ৮৫টি দেশের ৮০০০ শহরে রয়েছে। ১৬ই জুন থেকে ৩০শে জুন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তালিকাটি দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন -
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1733396
CG/CB/SFS
(Release ID: 1733531)
Visitor Counter : 200