রেলমন্ত্রক

রেলের বিভিন্ন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (এনটিপিসি গ্র্যাজুয়েট ও আন্ডারগ্র্যাজুয়েট) পদে সপ্তম তথা সর্বশেষ পর্যায়ের পরীক্ষা ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে

কম্পিউটার ভিত্তিক প্রথম পর্যায়ের সপ্তম তথা শেষ পর্বের পরীক্ষার দিন ২৩, ২৪, ২৬ ও ৩১ জুলাই; পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২.৭৮ লক্ষ
কোভিড-১৯ প্রোটোকল মেনে সারা দেশে ৭৩টি শহরে প্রায় ২৬০টি কেন্দ্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে
রেল নিয়োগ পর্ষদের সমস্ত আঞ্চলিক ওয়েব সাইটে হেল্প ডেস্ক ইতিমধ্যেই চালু হয়েছে; পরীক্ষার্থীদের যে কোন বিষয়ে যোগাযোগের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে
পরীক্ষার চার দিন আগে থেকে ই-কল লেটার ডাউনলোড করা যাবে; এই কল লেটারে পরীক্ষা কেন্দ্রের নাম ও তারিখ উল্লেখ থাকবে
পরীক্ষার্থীদের কোভিড সম্পর্কিত বিধি-নিষেধ যথাযথ ভাবে মেনে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে; ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

Posted On: 05 JUL 2021 5:29PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ৫ জুলাই, ২০২১

 

কোভিড-১৯ প্রোটোকল এবং যাবতীয় আগাম সতর্কতামূলক ব্যবস্থা যথাযথ ভাবে মেনে প্রথম পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ৬টি পর্ব গত ২৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ৮ এপ্রিল পর্যন্ত আয়োজিত হয়েছে। এই পর্যায়ের পরীক্ষাগুলিতে প্রায় ১ কোটি ২৩ লক্ষ প্রার্থী পরীক্ষায় বসেছিলেন। সপ্তম তথা শেষ পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা আগামী ২৩, ২৪, ২৬ ও ৩১ জুলাই নেওয়া হবে। এই পর্যায়ের পরীক্ষায় প্রায় ২ লক্ষ ৭৮ হাজার প্রার্থী পরীক্ষায় বসবেন। কোভিড-১৯ দ্বিতীয় ঢেউয়ের দরুণ সপ্তম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছিল। সপ্তম পর্যায়ের পরীক্ষার সঙ্গে সঙ্গেই কম্পিউটার ভিত্তিক পরীক্ষার প্রথম পর্ব শেষ হবে। 

কোভিড-১৯ প্রোটোকল যথাযথ ভাবে মেনে সারা দেশে ৭৬টি শহরে ২৬০টি কেন্দ্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মোট বসার আসনের ৫০ শতাংশ আসন পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। সামাজিক দূরত্ব বিধি মেনেই পরীক্ষার্থীদের স্বার্থে এই ব্যবস্থা। অধিকাংশ প্রার্থীকেই তাদের নিজ রাজ্যে পরীক্ষা কেন্দ্রের সুবিধা দেওয়া হয়েছে। যে সব ক্ষেত্রে পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট রাজ্যে পরীক্ষায় বসার সুবিধা দেওয়া সম্ভব হয়নি, সেই সমস্ত প্রার্থীদের রেলে যোগাযোগ রয়েছে এমন প্রতিবেশী রাজ্যে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হয়েছে। পরীক্ষার ১০ দিন আগে থেকে রেল নিয়োগ পর্ষদের সমস্ত আঞ্চলিক ওয়েব সাইটে পরীক্ষা কেন্দ্রের শহরের নাম ও পরীক্ষার দিন সহ তপশিলি জাতি ও উপজাতি ছাত্র-ছাত্রীদের নিখরচায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য ট্রেনে সফরের অনুমতি সংক্রান্ত নথি ডাউনলোড করতে পারবেন। পূর্ব নির্ধারিত পরীক্ষার দিন থেকে চার দিন আগে প্রার্থীরা এই কল লেটার ডাউনলোড করতে পারবেন। এছাড়াও সপ্তম তথা শেষ পর্যায়ের এই পরীক্ষার জন্য প্রার্থীদের ইমেল ও মোবাইল নম্বরে প্রয়োজনীয় বার্তা পাঠানো হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সর্বশেষ তথ্যের জন্য পরীক্ষা প্রার্থীদের আঞ্চলিক নিয়োগ পর্ষদের ওয়েব সাইট নিয়মিত দেখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অসমর্থিত সূত্রের খবরের দরুণ প্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়টিকে বিবেচনায় রেখেই পরীক্ষা সম্পর্কিত যে কোন তথ্যের জন্য প্রার্থীদের হেল্প ডেস্কের সহায়তা নিতে অনুরোধ করা হয়েছে। 

সমস্ত পরীক্ষা প্রার্থীকে কল লেটারে উল্লিখিত কোভিড নীতি-নির্দেশিকা কঠোর ভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে কল লেটারে সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে। এসম্পর্কে আরও বলা হয়েছে, ফেস মাস্ক পরা থাকলেই প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশে অনুমতি দেওয়া হবে  এবং পরীক্ষা কেন্দ্রে থাকার সময় সর্বদাই ফেস মাস্ক ব্যবহার করতে হবে। ই-কল লেটারে উল্লিখিত সমস্ত নীতি-নির্দেশিকা মনোযোগের সঙ্গে পড়ে দেখার জন্য প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন, পেজার, ঘড়ি, ব্লুটুথ সংযোগকারী বৈদ্যুতিন উপকরণ, ক্যালকুলেটর, মেটালিক ওয়ার, বেল্ট, ব্রেসলেট প্রভৃতি সঙ্গে রাখার অনুমতি নেই। 

সামাজিত দূরত্ববিধি সুনিশ্চিত করে সরকারের জারি করা আদর্শ কার্যপরিচালন বিধি মেনে কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে রেলের আঞ্চলিক নিয়োগ পর্ষদগুলি পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় যাবতীয় বন্দোবস্ত গ্রহণ করেছে। সপ্তম তথা শেষ পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য রেল নিয়োগ পর্ষদগুলি সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলেছে। 

 

CG/BD/AS/


(Release ID: 1732983) Visitor Counter : 259