কেন্দ্রীয়লোকসেবাআয়োগ
এনডিএ এবং নৌ অ্যাকাডেমি'র লিখিত পরীক্ষা (I) - ২০২১ এর ফল প্রকাশ
Posted On:
30 JUN 2021 4:44PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০শে জুন, ২০২১
আগামী বছর দোসরা জানুয়ারী থেকে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ১৪৭তম পাঠ্যক্রমের আওতায় সেনা, নৌ ও বিমান বাহিনী শাখা এবং ১০৯তম ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি পাঠ্যক্রমে ভর্তির জন্য চলতি বছরে ১৮ই এপ্রিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এনডিএ এবং নৌ অ্যাকাডেমির লিখিত পরীক্ষা নেয়। এই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই ফলাফল জানা যাবে কমিশনের ওয়েবসাইট www.upsc.gov.in থেকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের সার্ভিস সিলেকশন বোর্ড (এসএসবি) মৌখিক পরীক্ষা নেবে। তাই যে সব যোগ্য প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে ভারতীয় সেনাবাহিনীর অনলাইন নিয়োগ ওয়েবসাইট - joinindianarmy.nic.in –তে দু’সপ্তাহের মধ্যে নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। নাম নথিভুক্ত করার পর সফল প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য এসএসবি পরীক্ষার সময় এবং কেন্দ্র প্রার্থীদের ইমেল মারফত জানিয়ে দেবে। যদি কোনো প্রার্থী আগে থেকেই এখানে নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে তার পুনরায় নাম নথিভুক্তের প্রয়োজন নেই। যদি কোনো জিজ্ঞাসা থাকে অথবা লগইনের সমস্যা হয়, তাহলে dir-recruiting6-mod[at]nic[dot]in –তে মেল করে সমস্যার কথা জানাতে পারেন।
এসএসবি –র মৌখিক পরীক্ষা নেওয়ার সময় যোগ্য প্রার্থীদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতার যাচাইয়ের জন্য আসল শংসাপত্র জমা দিতে হবে। তবে, প্রার্থীদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে আসল শংসাপত্র পাঠানোর কোনো প্রয়োজন নেই। আরো কোনো তথ্য জানার থাকলে প্রার্থীরা কমিশনের গেট নম্বর – “সি” –তে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো কাজের দিন সকাল ১০ থেকে বিকেল ৫টার মধ্যে 011-23385271/011-23381125/011-23098543 টেলিফোন নম্বরে ফোন করে কথা বলতে পারেন। এসএসবি –র মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ১৫ দিনের মধ্যে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের চূড়ান্ত ফলাফল কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং তা ৩০ দিন পর্যন্ত দেখা যাবে।
CG/SS/SFS
(Release ID: 1731903)
Visitor Counter : 199