কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

কেন্দ্রীয় সচিবালয়ের আধিকারিকদের এক প্রতিনিধি দল তাঁদের পদোন্নতি ও চাকুরিগত বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-এর সাথে আলোচনা করেছেন

Posted On: 30 JUN 2021 4:05PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ জুন, ২০২১

 

কেন্দ্রীয় সচিবালয়ের আধিকারিকদের এক প্রতিনিধি দল আজ কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর সঙ্গে দেখা করে তাঁদের পদোন্নতি ও চাকুরিগত বিষয় নিয়ে আলোচনা করেছেন। ডক্টর সিং প্রতিনিধি দলের বক্তব্য সহিষ্ণুতার সঙ্গে শোনেন। পরে তিনি জানান, বিচারাধীন বিষয় গুলি সমাধান করার জন্য ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি আদালতে বিচারাধীন মামলা গুলি সমাধানের লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন যে, দু'বছর আগেও ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং বিভিন্ন বিভাগে এবং নানা স্তরে প্রায় ৪ হাজার কর্মকর্তার পদোন্নতি দিয়েছে। যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে প্রতিনিধিদলটিও আশা প্রকাশ করে বলেছে যে, তাঁর হস্তক্ষেপেই তাঁদের সমস্যাগুলির সমাধান হবে।

 

CG/ SB


(Release ID: 1731779) Visitor Counter : 120