স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ টিকাকরণ সংক্রান্ত সর্বশেষ তথ্য

Posted On: 29 JUN 2021 10:50AM by PIB Kolkata

নয়াদিল্লী,  ২৯ জুন, ২০২১

 

    কেন্দ্রীয় সরকার দেশব্যাপি কোভিড-১৯ টিকাকরণ ক্ষেত্রে গতি আনতে এবং এর পরিধি বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ। গত ২১ জুন থেকে সর্বজনীন টিকাকরণ অভিযান শুরু হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের প্রাপ্য অনুযায়ী টিকা সরবরাহ করা হচ্ছে। 

    দেশব্যাপি টিকাকরণ অভিযানের আওতায় কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিনামূল্যে কোভিড টিকা সরবরাহ করেছে। এ পর্যন্ত কেন্দ্রীয় সরকার মোট ৩১ কোটি ৮৩ লক্ষ ৮৬ হাজার ৪৫০টি টিকার ডোজ সরবরাহ করেছে। আজ সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এর মধ্যে  অপচয় সহ মোট ৩১ কোটি ৪ লক্ষ ৯১ হাজার ৫৬৫টি টিকার ডোজ ব্যবহার করা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে ৭৮ লক্ষ ৪৪ হাজার ৮৮৫টি টিকার ডোজ মজুত রয়েছে। আগামী ৩ দিনে আরও ১৫ লক্ষ ১৮ হাজার ৫৬০টি ডোজ সরবরাহ করা হবে। 

 

CG/SS /NS


(Release ID: 1731109) Visitor Counter : 193