প্রতিরক্ষামন্ত্রক
ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতীয় নৌ ও বিমান বাহিনীর সঙ্গে মার্কিন নৌ বাহিনীর সমন্বিত দ্বিপাক্ষিক মহড়া সম্পন্ন হয়েছে
Posted On:
25 JUN 2021 4:12PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৫ জুন, ২০২১
ভারত মহাসাগর অঞ্চলে ভারতীয় নৌ ও বিমান বাহিনীর সঙ্গে মার্কিন নৌ বাহিনীর সমন্বিত দু-দিনের দ্বিপাক্ষিক মহড়া শেষ হয়েছে বৃহস্পতিবার। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সমন্বয় জোরদার করে তোলা এবং কম্পিউটার ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের বাহিনীর মধ্যে এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা অনুশীলন চালানো হয়।এমনকি ডুবোজাহাজ ধ্বংস করার কৌশল সহ একাধিক বিষয় তুলে ধরা হয়। ভারতীয় নৌ বাহিনী গাইডেড মিশাইল ফ্রিগেটস টেগ, সামুদ্র অঞ্চলের আকাশপথে আধিপত্য বিরাজকারী যুদ্ধ বিমান মিগ-২৯কে, দূরবর্তী উপকূল অঞ্চলে নজরদারি বিমান বি৮আই, সেকিং ৪২বি এবং কামভ এইডাব্লু হেলিকপ্টার অংশ নেয়। এছাড়াও ভারতীয় বিমান বাহিনীর জাগুয়ার এসইউ ৩০এমকেআই যুদ্ধ বিমান এই মহড়ায় অংশ নেয়। অন্যদিকে আমেরিকার নিমিটস শ্রেণীভুক্ত বিমান বাহক জাহাজ রোনাল্ড রিগন, ই২ডি এইডাব্লুঅ্যান্ডসি বিমান সহ অত্যাধুনিক বিমান ও জাহাজ এই মহড়ায় যোগ দেয়। এই মহড়া দুই দেশের মধ্যে সহযোগিতাকে জোরদার করে তোলার পাশাপাশি পারস্পরিক মূল্যবোধকে শক্তিশালীকরণ, ইন্দো-প্রশান্ত মহাসাগর অঞ্চলে উন্মুক্ত ও অন্তর্ভুক্তমূলক প্রতিশ্রুতিপূরণ, সমুদ্র ক্ষেত্রে স্বাধীনতা বজায় রাখা ও বিধি ভিত্তিক আন্তর্জাতিক নির্দেশিকা পালনের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক লাভ করেছে।
CG/SS/NS
(Release ID: 1730369)
Visitor Counter : 189