বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

দীর্ঘদিন ব্যাটারির কর্মক্ষমতা বজায় রাখতে লিথিয়াম অক্সাইডের ইলেক্ট্রোডের ওপর কার্বনের আস্তরণ প্রয়োগ করে ভালো ফল পাওয়া গেছে

प्रविष्टि तिथि: 19 JUN 2021 3:33PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৯  জুন, ২০২১

 

        লিথিয়াম আয়ন ব্যাটারির ইলেক্ট্রোডে লিথিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। বৈদ্যুতিক যানবাহনে এই ব্যাটারি জ্বালানী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। নিয়মিত গ্যাসোলিনের সাহায্য চলা যানবাহনেও এই ব্যাটারি ব্যবহার করলে সেখানে ভালো ফল পাওয়া যায়। লিথিয়াম আয়ন ব্যাটারিতে ক্যাথোড, অ্যানোড এবং ইলেক্ট্রোলাইট (তড়িৎ বিশ্লেষ্য) পদার্থ থাকে। বৈদ্যুতিক যানবাহনের কার্যকারিতা এই  ব্যাটারির ক্ষমতার ওপর নির্ভর করে। বিজ্ঞানীরা দেখেছেন ইলেক্ট্রোড হিসেবে ব্যবহৃত লিথিয়াম অক্সাইডের ওপর কার্বন আস্তরণ দিলে দীর্ঘদিন ধরে এই ব্যাটারি কর্মক্ষম থাকে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বায়ত্ত্বশাসিত সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড রিসার্চ সেন্টার ফর পাউডার মেটালার্জি অ্যান্ড নিউ মেটিরিয়াল্স লিথিয়াম আয়ন ব্যাটারিতে কার্বনের আস্তরণ ব্যবহার করে যথেষ্ট ভালো ফল পেয়েছে। গবেষকরা এখন এর বাণিজ্যিক প্রয়োগের ওপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।

 

CG/CB /NS


(रिलीज़ आईडी: 1728633) आगंतुक पटल : 255
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi