বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
ক্ষতিকারক লেজার রশ্মি থেকে আমাদের চোখকে রক্ষা করার জন্য একটি প্রাকৃতিক নির্যাস
Posted On:
29 MAY 2021 1:00PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৯ মে, ২০২১
বিজ্ঞানীরা দেখেছেন ক্ষতিকারক লেজার বিকিকরণ থেকে মানুষদের চোখকে রক্ষা করার জন্য একটি বীন প্রজাতির গাছের পাতার নির্যাস খুবই কার্যকর। এই নির্যাস ক্ষতিকারক বিকিরণকে দূর্বল করে এবং মানুষের চোখ সহ পরিবেশে বিভিন্ন সংবেদী উপাদানকে ক্ষতির হাত থেকে বাঁচায়।
দীর্ঘদিন ধরে নীল গাছের রস জামা-কাপড় রঙিন করতে ব্যবহার করা হয়। যদিও কৃত্রিম নীল এখন পাওয়া যায় কিন্তু প্রাকৃতিক নীলের অনেক উপকারিতা রয়েছে। বেঙ্গালুরুর রামন রিসার্চ ইন্সটিটিউট এবং কেনশ্রী স্কুল অ্যান্ড কলেজের একদল গবেষক প্রাকৃতিক নীলের নির্যাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখেছে ক্ষতিকারক লেজার বিকিরণের থেকে এটি মানুষের চোখকে রক্ষা করতে পারে। গবেষকরা নির্যাসটি বার করে ফ্রিজের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে প্রথমে রেখে দেয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখা গেছে তড়িৎ চুম্বকীয় বর্ণালীর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য ওই নির্যাসে শোষিত হচ্ছে। গবেষকরা এখন জৈব নির্যাস ব্যবহার করে এ ধরণের আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। এই নির্যাস শক্তিশালী লেজার থেকে নির্গত বিকিরণকে দূর্বল করতে পারে। চোখকেও এই ওই ধরণের বিকিরণের থেকে এই নির্যাস রক্ষা করতে পারে।
CG/CB /NS
(Release ID: 1722710)
Visitor Counter : 168