PIB Headquarters

কোভিড-১৯ সংক্রান্ত পিআইবি’র সংবাদ

प्रविष्टि तिथि: 13 MAY 2021 1:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মে, ২০২১

 

ভারতে ১৭.৭২ কোটিরও বেশি টিকাকরণ হয়েছে

•    দেশে টিকাকরণের তৃতীয় পর্বে ১৮-৪৪ বছর বয়সী নাগরিকদের মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৪ লক্ষ ৩১ হাজার ২৮৫ জন। এ পর্যন্ত মোট ৩৪ লক্ষ ৮০ হাজার ৬১৮ জন প্রথম ডোজ নিয়েছেন।

•    ভারতে আজ পর্যন্ত মোট ১ কোটি ৯৭ লক্ষ ৩৪ হাজার ৮২৩ জন সংক্রমিত আরোগ্য লাভ করেছেন। জাতীয় কোভিড মুক্তির হার ৮৩.২৬ শতাংশ।

•    দেশে মৃত্যুর হার ১.০৯ শতাংশ। 

বিস্তারিত  জানতে এই লিঙ্কে ক্লিক করুন  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718361 

কোভিড-১৯ মহামারীর সময় জাতীয় টেলিমেডিসিন পরিষেবার (ই-সঞ্জিবনী) সুবিধা নিয়েছেন দেড় কোটি রোগী 

•    ই-সঞ্জিবনী টেলিমেডিসিন ব্যবস্থার মাধ্যমে ১ হাজার ৫০০ চিকিৎসক প্রতিদিন দূরসঞ্চার পদ্ধতিতে রোগীদের চিকিৎসা করছেন।

•    কয়েকটি রাজ্য বিশেষ হোম আইসোলেশন বহির্বিভাগ নিয়ে কাজ করছে, যেখানে এমবিবিএস – এর চূড়ান্তবর্ষের ছাত্রছাত্রীরা রোগীদের দূরসঞ্চার ব্যবস্থার মাধ্যমে পরামর্শ দিচ্ছেন।

বিস্তারিত  জানতে এই লিঙ্কে ক্লিক করুন  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718363

ডিসিজিআই ২-১৮ বছর বয়সীদের উপর কোভ্যাকসিনের ২/৩ পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে

ভারতের ওষুধ সংক্রান্ত জাতীয় নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস্ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে ভারত বায়োটেক লিমিটেডকে নিয়ে ১২ মে ২-১৮ বছর বয়সীদের উপর কোভ্যাকসিনের ২/৩ পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে। 

বিস্তারিত  জানতে এই লিঙ্কে ক্লিক করুন  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718192 

পিএম কেয়ার্স তহবিল থেকে কেনা ভেন্টিলেটরগুলির বিষয়ে সর্বশেষ তথ্য

যথাযথ কোভিড ব্যবস্থাপনার জন্য ‘মেড ইন ইন্ডিয়া’ ভেন্টিলেটর হাসপাতাল পরিকাঠামোকে শক্তিশালী করেছে। ভেন্টিলেটর উৎপাদক সংস্থাগুলি সবরকম কারিগরি সহায়তা দেওয়ার মধ্য দিয়ে এগুলি সহজেই ব্যবহার করা যাবে।

বিস্তারিত  জানতে এই লিঙ্কে ক্লিক করুন   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718183

কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ভুবনেশ্বর বিমানবন্দর নিরবিচ্ছিন্নভাবে চিকিৎসা-সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করেছে

মোট ১৫৬টি খালি অক্সিজেন ট্যাঙ্কার, ৫২৬টি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ১৪০টি অক্সিজেন সিলিন্ডার বহন করা হয়েছে। 

বিস্তারিত  জানতে এই লিঙ্কে ক্লিক করুন   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718233

 

CG/CB/SB


(रिलीज़ आईडी: 1718382) आगंतुक पटल : 128
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Assamese , Punjabi