পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

পেট্রোলিয়াম মন্ত্রী ইন্ডিয়ান অয়েলের টিকরিকালান টার্মিনাল থেকে রান্নার কাজে ব্যবহৃত তেল ভিত্তিক বায়ো ডিজেলের প্রথম সরবরাহের সূচনা করেছেন

Posted On: 04 MAY 2021 2:56PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ৪ মে, ২০২১

 

কেন্দ্র পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, ইস্পাত মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজ দূর নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার মাধ্যমে ইওআই প্রকল্পের আওতায় দিল্লীর টিকরিকালান টার্মিনাল থেকে রান্নার কাজে ব্যবহৃত তেল ভিত্তিক বায়ো ডিজেল মিশ্রিত ডিজেলের প্রথম  সরবরাহের সূচনা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব শ্রী তরুণ কাপুর এবং ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান শ্রী এস এম বৈদ্য।

রান্নার কাজে ব্যবহৃত তেলকে বায়ো ডিজেলে রূপান্তর এবং সম্ভারের জন্য একটি ইকো ব্যবস্থাপনা তৈরি করতে ও উদ্যোগপতিদের জন্য সুযোগ তৈরি করে দিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, ইস্পাত মন্ত্রক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান মন্ত্রকের সঙ্গে যৌথভাবে ২০১৯ সালের ১০ আগস্ট বিশ্ব জৈব জ্বালানী দিবসের অনুষ্ঠানে ‘রান্নার কাজে ব্যবহৃত তেল থেকে জৈব উৎপাদিত বায়ো ডিজেল সংগ্রহ’ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। একইভাবে তেল বিপণন সংস্থাগুলিও পর্যায়ক্রমে এই ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে। 

অনুষ্ঠানের ভাষণে শ্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অতিমারীর চিঠি  সমস্যা সত্ত্বেও তেল সংস্থাগুলি জ্বালানী ক্ষেত্রে সরবরাহ চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই জাতীয় সংকটে তেল বিপণন সংস্থাগুলি ব্যবসায়িক স্বার্থকে পিছনে ফেলে চিকিৎসা অক্সিজেন সরবরাহের জন্য এগিয়ে এসেছে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান কেন্দ্রীয় মন্ত্রী। বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সুষ্ঠুভাবে তরল অক্সিজেন পরিবহণের ক্ষেত্রে ইন্ডিয়ান অয়েল যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারজন্য প্রশংসা ব্যাক্ত করেন শ্রী প্রধান। 

ইন্ডিয়ান অয়েলের টিকরিকালান টার্মিনাল থেকে রান্নার কাজের ক্ষেত্রে ব্যবহৃত তেল ভিত্তিক বায়ো ডিজেলের প্রথম সরবরাহের সূচনা প্রসঙ্গে শ্রী প্রধান বলেন, ভারতে জৈব জ্বালানী ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী ঘটনা। এতে দেশের অর্থনীতি যেমন মজবুত হবে তেমনি দেশীয় পদ্ধতিতে বায়ো ডিজেল সরবরাহের ক্ষেত্রে গতি আসবে। এমনকি বিদেশ থেকে তেল আমদানির ওপর নির্ভরতা কমবে ও গ্রামীণ কর্মসংস্থানের সৃষ্টি হবে। এক্ষেত্রে তেল বিপণন সংস্থাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব এবং ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান বক্তব্য রাখেন।

 

SC/SS/NS



(Release ID: 1715994) Visitor Counter : 259