অর্থমন্ত্রক

গভর্মেন্ট সিকিউরিটি ২০২৬, গভর্মেন্ট ফ্লোটিং রেট বন্ড ২০৩৩, গভর্মেন্ট সিকিউরিটি ২০৩৫ এবং গভর্মেন্ট সিকিউরিটি ২০৫০ সংক্রান্ত শেয়ার বিক্রির (রি-ইস্যু) জন্য নিলাম

Posted On: 03 MAY 2021 5:34PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩ মে, ২০২১

 

ভারত সরকার মূল্যভিত্তিক নিলাম প্রক্রিয়ার মাধ্যমে গভর্মেন্ট সিকিউরিটি ২০২৬-এর ৫.৬৩ শতাংশ শেয়ার ১১ হাজার কোটি টাকার বিনিময়ে;  ভারত সরকারের ফ্লোটিং রেট বন্ড ২০৩৩-এর কিছু শেয়ার ৪ হাজার কোটি টাকার বিনিময়ে; গভর্মেন্ট সিকিউরিটি ২০৩৫-এর ৬.৬৪ শতাংশ শেয়ার ১০ হাজার কোটি টাকার বিনিময়ে এবং গভর্মেন্ট সিকিউরিটি ২০৫০-এর ৬.৬৭ শতাংশ শেয়ার ৭ হাজার কোটি টাকার বিনিময়ে বিক্রি (রি-ইস্যু)করার কথা ঘোষণা করেছে। উপরোক্ত গভর্মেন্ট সিকিউরিটি শেয়ারের ক্ষেত্রে ভারত সরকারের ৮ হাজার কোটি টাকার অতিরিক্ত অংশিদারিত্ব আগের মতই অটুট থাকবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মু্ম্বাই কার্যালয়ের পক্ষ থেকে আগামী ৭ মে(শুক্রবার) এই নিলাম প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। 

গভর্মেন্ট সিকিউরিটিগুলির বিজ্ঞাপিত শেয়ার বিক্রির ৫ শতাংশ পর্যন্ত যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলির জন্য বরাদ্দ থাকবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কোর ব্যাঙ্কিং সলিউশন ব্যবস্থার মাধ্যমে বৈদ্যুতিন পদ্ধতিতে নিলামে অংশগ্রহণের জন্য প্রতিযোগিতা ও প্রতিযোগিতা-বর্হিভূত উভয় ক্ষেত্রেই দরপত্র আহ্বান করা যাবে। প্রতিযোগিতা-বর্হিভূত ক্ষেত্রে দরপত্র জমা দিতে হবে ৭ মে বেলা ১০টা ৩০ মিনিট থেকে ১১টার মধ্যে এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে দরপত্র জমা দেওয়ার সময় বেলা ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। 

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ৭ তারিখেই (শুক্রবার) নিলামের ফলাফল ঘোষণা করা হবে। অন্যদিকে, সফল দরপত্রধারীদের অধিগৃহীত শেয়ারের ক্ষেত্রে আগামী ১০ মে (সোমবার) নাগাদ প্রদেয় মাশুল মিটিয়ে ফেলতে হবে। 

 

SDG/BD/AS/

 



(Release ID: 1715758) Visitor Counter : 135


Read this release in: Urdu , Punjabi , English , Hindi