শিল্পওবাণিজ্যমন্ত্রক

২০১১-১২-কে একশো হিসেবে ভিত্তি করে মার্চ মাসে ৮টি প্রধান শিল্প ক্ষেত্রের উৎপাদন সূচক

प्रविष्टि तिथि: 30 APR 2021 5:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ এপ্রিল, ২০২১

 

কেন্দ্রীয় শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের অর্থনৈতিক উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে চলতি বছরের মার্চ মাসে ৮টি প্রধান শিল্প ক্ষেত্রের উৎপাদন সূচক প্রকাশ করা হয়েছে। আলোচ্য মাসে ৮টি গুরুত্বপূর্ণ শিল্প ক্ষেত্রের সম্মিলিত সূচক দাঁড়িয়েছে ১৪৩.১, যা ২০২০-র মার্চ মাসের সূচকের তুলনায় ৬.৮ শতাংশ (প্রাথমিক) বেশি। এই ৮টি শিল্প ক্ষেত্রের সামগ্রিক বিকাশ হার গত বছরের এপ্রিল থেকে এবছরের মার্চ মাস পর্যন্ত দাঁড়িয়েছে -৭ শতাংশ। এই ৮টি শিল্প ক্ষেত্রে গত ডিসেম্বর মাসে সূচকে চূড়ান্ত অগ্রগতি সংশোধিত হয়ে ঋণাত্মক ১.৩ শতাংশ হয়েছে। 

কয়লা ক্ষেত্রে উৎপাদন সূচক ২০২০-র মার্চের তুলনায় এবছর মার্চে ২১.৯ শতাংশ হ্রাস পেয়েছে। একই ভাবে ২০২০-র এপ্রিল থেকে এবছরের মার্চ পর্যন্ত সার্বিক ভাবে সূচক ৪.৮ শতাংশ হ্রাস পেয়েছে। দেশে অপরিশোধিত তেলের উৎপাদন ২০২০-র মার্চের তুলনায় ২০২১-এর মার্চে ৩.১ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে, প্রাকৃতিক গ্যাসের উৎপাদন গত মার্চের তুলনায় এবার ১২.৩ শতাংশ বেড়েছে। সারের উৎপাদন গত বছরের মার্চের তুলনায় এবার ৫.০ শতাংশ কমেছে। একই ভাবে ইস্পাত ক্ষেত্রে উৎপাদন গত বছরের মার্চের তুলনায় এবার ২৩ শতাংশ বেড়েছে। দেশে সিমেন্ট উৎপাদন গতবছর মার্চের তুলনায় এবার ৩২.৫ শতাংশ বেড়েছে। একই ভাবে বিদ্যুতের উৎপাদন এবছরের মার্চে গত বছরের আলোচ্য মাসের তুলনায় ২১.৬  শতাংশ বেড়েছে।  

 

SDG/BD/AS/

 


(रिलीज़ आईडी: 1715226) आगंतुक पटल : 234
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी