স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ টিকাকরণ – ১০৪তম দিন
আজ সন্ধ্যা ৮টা পর্যন্ত ২০ লক্ষের বেশি টিকাকরণ, দেশে মোট টিকাকরণ ১৫.২১ কোটির বেশি
তৃতীয় পর্যায়ে টিকাকরণের জন্য কো-উইন পোর্টালে আজ রাত ৯-৩০ মিনিট পর্যন্ত ২.২৮ কোটির বেশি নাম নথিভুক্ত
Posted On:
29 APR 2021 9:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ এপ্রিল, ২০২১
দেশে মোট টিকাকরণ ১৫ কোটি ২১ লক্ষ ছাড়িয়েছে। টিকাকরণ অভিযানের আওতায় আজ সন্ধ্যা ৮টা পর্যন্ত ২০ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। কো-উইন প্ল্যাটফর্মে মাত্র দু’দিনেই তৃতীয় পর্যায়ের টিকাকরণের জন্য রাত ৯-৩০ মিনিট পর্যন্ত ২ কোটি ২৮ লক্ষের বেশি নাম নথিভুক্ত হয়েছে।
দেশে আজ সন্ধ্যা ৮টা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৫ কোটি ২১ লক্ষ ৫ হাজার ৫৬৩টি কোভিড-১৯ টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৩ লক্ষ ৮৫ হাজার ৬৭৬ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৬১ লক্ষ ৮৯ হাজার ৬৩৫ জন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ২৪ লক্ষ ১২ হাজার ৯০৪ জন কর্মী প্রথম ডোজ এবং ৬৭ লক্ষ ৪ হাজার ১৯৩ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৬০ বছর বয়সী ৫ কোটি ১৭ লক্ষ ২৩ হাজার ৬০৭ জন ব্যক্তি প্রথম ডোজ এবং ৩৪ লক্ষ ২ হাজার ৪৯ জন ব্যক্তি দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ৬০ বছরের বেশি বয়সী ৫ কোটি ১৮ লক্ষ ৭২ হাজার ৫০৩ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৪ লক্ষ ১৪ হাজার ৯৯৬ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশে আজ সন্ধ্যা ৮টা পর্যন্ত ২০ লক্ষ ৮৪ হাজার ৯৩১টি টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের ১০৪তম দিনে মোট টিকাকরণের মধ্যে ১১ লক্ষ ৮২ হাজার ৫৬৩ জন প্রথম ডোজ এবং ৯ লক্ষ ২ হাজার ৩৬৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। আজ মোট টিকাকরণের চূড়ান্ত প্রতিবেদন মধ্যরাতের পর সম্পূর্ণ হবে।
SC/BD/DM/
(Release ID: 1715133)
Visitor Counter : 215