প্রতিরক্ষামন্ত্রক

উপকূলরক্ষী বাহিনী নিখোঁজ মাছ ধরার নৌকা মার্সিডিজের সন্ধান পেল মাঝ সমুদ্রে

Posted On: 28 APR 2021 7:52PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ এপ্রিল, ২০২১

 

সমুদ্রে আরও একটি সফল অনুসন্ধান ও উদ্ধারমূলক অভিযানের অঙ্গ হিসেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তামিলনাড়ুর একটি মাছ ধরার জলযান যেটি নিখোঁজ হয়ে গিয়েছিল, মাঝ সমুদ্রে তার সন্ধান পেয়েছে। গত ২৪ এপ্রিল থেকে ওই নিখোঁজ মাছ ধরার জলযানটির হদিশ পেতে বাহিনীর অভিযান শুরু হয়। গোয়া সমুদ্রতট থেকে ৫৯০ মাইল বা ১,১০০ কিলোমিটার দূরে মাঝ সমুদ্রে এই জলযানটির সন্ধান মেলে। উল্লেখ করা যেতে পারে, গত ৬ এপ্রিল এই জলযানটি মৎস্য শিকারের উদ্দেশে গভীর সমুদ্রে পাড়ি দেয়। মাছ ধরার এই জলযানটিতে ১১ জন মৎস্যজীবী ছিলেন। তামিলনাড়ুর থেঙ্গাপত্তনম থেকে কেরল উপকূলের পশ্চিমে এই মাছ ধরার জলযানটি মাঝ সমুদ্রের উদ্দেশে পাড়ি দেয়। গত ২৪ এপ্রিল তামিলনাড়ুর মৎস্যচাষ বিভাগের আধিকারিকরা মাছ ধরার এই জলযানটির সঙ্গে সবরকম সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর উপকূলরক্ষী বাহিনীকে জানায়।

এর প্রেক্ষিতে উপকূলরক্ষী বাহিনীর মুম্বাইস্থিত মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার-এর সঙ্গে যোগাযোগ করে। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘সমুদ্র প্রহরী’র সাহায্যে নিখোঁজ হয়ে যাওয়া এই জলযানটির অনুসন্ধান শুরু হয়। স্থলভূমি থেকে দূরত্ব অনেক বেশি হওয়ার দরুণ উপকূলরক্ষী বাহিনী নৌ-বাহিনীর সাহায্য চায়। এরপর নৌ-বাহিনীর সহায়তায় মাঝ সমুদ্রে নৌ-বাহিনীর বিমানের সাহায্যে অনুসন্ধানের কাজ শুরু হয়। লাগাতার চারদিন অনুসন্ধানের পর নিখোঁজ হয়ে যাওয়া মৎস্যজীবীদের মার্সিডিজ নামক জলযানটির হদিশ মেলে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ থেকে প্রায় ২০০ মাইল দূরে মাঝ সমুদ্রের কাছাকাছি। এরপর হদিশ পাওয়া এই জলযানটির খবর তামিলনাড়ুর মৎস্যচাষ বিভাগকে জানানো হয়। জলযানে থাকা মৎস্যজীবীদের সঙ্গে স্যাটেলাইট ফোনের যোগাযোগ স্থাপন করে সেটির উদ্ধার প্রক্রিয়া শুরু হয়। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ হদিশ মেলা মৎস্যজীবীদের এই জলযানটিকে পথ দেখিয়ে বন্দরে নিয়ে আসে। বন্দরে পৌঁছনোর পর জলযানে থাকা মৎস্যজীবীদের শারীরিক পরীক্ষানিরীক্ষার কাজ শুরু হয়। 

উল্লেখ করা যেতে পারে, ন্যাশনাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ কো-অর্ডিনেটর বা সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধারকাজে তত্ত্বাবধানকারী সংস্থা হিসেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৩,৪০০টির বেশি অভিযান চালিয়ে ১০ হাজারের বেশি মানুষের জীবন রক্ষা করেছে। উপকূলরক্ষী বাহিনী গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া বিপদগ্রস্ত মৎস্যজীবী ও তাঁদের জলযান রক্ষার কাজে সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। 

 

SC/BD/DM/



(Release ID: 1714838) Visitor Counter : 145


Read this release in: English , Urdu , Hindi