আইনওবিচারমন্ত্রক

ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতির পদ থেকে বিচারপতি শরদ কুমার গুপ্তা তাঁর ইস্তফাপত্র পেশ করেছেন

Posted On: 28 APR 2021 11:40AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ এপ্রিল, ২০২১

 

সংবিধানের ২১৭ নম্বর ধারার ১ নম্বর উপধারার (ক) অনুধারা অনুযায়ী ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতির পদ থেকে বিচারপতি শরদ কুমার গুপ্তা তাঁর ইস্তফাপত্র পেশ করেছেন। তাঁর এই ইস্তফা গত ৩১ মার্চ অপরাহ্ন থেকে কার্যকর হয়েছে। কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রকের ন্যায় বিচার দপ্তরের পক্ষ থেকে এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। 

বিচারপতি শরদ কুমার গুপ্তা ১৯৮৫-তে জ্যুডিশিয়াল সার্ভিস বা বিচার বিভাগীয় সেবায় যোগ দেন। বিচার বিভাগীয় আধিকারিক হিসেবে তিনি বিভিন্ন পদে আসীন ছিলেন। ২০১৭-র ২৭-শে জুন তিনি ছত্তিশগড় হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে নিযুক্ত হন। এরপর, ২০১৯-এর ২রা সেপ্টেম্বর থেকে তিনি ওই হাইকোর্টে স্থায়ী বিচারপতি পদে দায়িত্ব গ্রহণ করেন। 

 

SDG/BD/AS/


(Release ID: 1714737) Visitor Counter : 172


Read this release in: English , Urdu , Hindi , Tamil