প্রতিরক্ষামন্ত্রক

লাদাখ ইগনাইটেড মাইন্ডস – হিন্দুস্থান পেট্রোলিয়ামের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর একটি উৎকর্ষ কেন্দ্র (প্রকল্পর রূপায়ক ন্যাশনাল ইনট্রিগ্রিটি অ্যান্ড এডুকেশনাল ডেভলপমেন্ট অর্গানাইডেশন)

Posted On: 26 APR 2021 2:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ এপ্রিল, ২০২১

 

ভারতীয় সেনাবাহিনী লাদাখের যুব সম্প্রদায়ের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচটিসিএল)-এর সঙ্গে কর্পোরেট অংশীদারিত্বের জন্য একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। প্রস্তাবিত প্রকল্পটি রূপায়ণে ন্যাশনাল ইনট্রিগ্রিটি অ্যান্ড এডুকেশনাল ডেভলপমেন্ট অর্গানাইডেশন (এনআইইডিও) সাহায্য করবে। এই সমঝোতাপত্র স্বাক্ষরের সময় সেনাবাহিনীর লেহ ভিত্তিক কর জিওসি লেফটেন্যান্ট জেনারেল পি জি কে মেনন, লেহ-র সাংসদ শ্রী জেমায়াং শেরিং নামগিয়াল উপস্থিত ছিলেন। 

লাদাখ ইগনাইটেড মাইন্ড প্রকল্পটি কেন্দ্রশাসিত অঞ্চলের যুবক/যুবতীদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য একটি উৎকর্ষ কেন্দ্র গড়ে তুলবে। এই কেন্দ্রে এক বছর ধরে সর্বভারতীয় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার বিষয়ে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে। কানপুর ভিত্তিক অসরকারি সংগঠন এনআইইডিও প্রকল্পটি রূপায়ণ করবে। এইচপিসিএল-এর মাধ্যমে সেনাবাহিনী এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর মাধ্যমে এই অঞ্চলের ছাত্র-ছাত্রীদের তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় সাহায্য করার পাশাপাশি মূল্যবোধের শিক্ষা দেওয়া হবে। ছাত্র-ছাত্রীদের জন্য যথাযথ বৃত্তির পরামর্শ দেওয়া ছাড়াও এখানে দক্ষতা বিকাশে সাহায্য করা হবে। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা কারিগরি শিক্ষা, ব্যক্তিত্ব বিকাশ সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। 

ভারতীয় সেনাবাহিনীর ১৪ নম্বর কর্প-এর লেফটেন্যান্ট জেনারেল পি জি কে মেনন, এই উদ্যোগের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। এর ফলে লাদাখ অঞ্চলের যুবক/যুবতীদের দক্ষতা বিকাশের প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ সম্পর্কে জানানো হবে। এলাকার মানুষ সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এই উদ্যোগের ফলে পিছিয়ে পড়া অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের কাছে নতুন সুযোগ গড়ে ওঠার পাশাপাশি উন্নত কর্মসংস্থানের সুযোগ গড়ে উঠবে। এর ফলে লাদাখি সমাজে পরিবর্তন আসবে। এই প্রকল্প পিছিয়ে পরা মানুষদের নতুন আশার আলো দেখাবে।

 

SDG/CB/SKD/



(Release ID: 1714243) Visitor Counter : 216


Read this release in: English , Urdu , Hindi , Punjabi