ভূ-বিজ্ঞানমন্ত্রক
দেশে আজ তাপপ্রবাহের পরিস্থিত পরিলক্ষিত হয়নি
গুজরাটে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় এবং উপকূলবর্তী ওড়িশায় তাপপ্রবাহের সম্ভাবনা
Posted On:
26 APR 2021 10:05AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ এপ্রিল, ২০২১
ভারতীয় আবহাওয়া দপ্তরের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, গতকাল দেশে কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি। তবে, গুজরাট, মারাঠওয়াড়া ও বিদর্ভের কিছু কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়। ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সহ পশ্চিম রাজস্থান, সৌরাষ্ট্র ও কচ্ছ-এর কিছু কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তাপমাত্রা গত শনিবার স্বাভাবিকের তুলনায় ৫.১ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রেকর্ড করা হয়েছিল। পশ্চিমবঙ্গ ও সিকিমের কিছু কিছু এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রেকর্ড করা হয়। জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান ও মুজফফরাবাদের কিছু কিছু এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়ার পর্যন্ত বেশি রেকর্ড করা হয়। অন্যদিকে, মধ্যপ্রদেশ ও উত্তর কর্ণাটকের প্রত্যন্ত এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম রেকর্ড করা হয়েছে। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বিদর্ভ এলাকার ব্রহ্মপুরীতে। জাতীয় পূর্বাভাসে আরও বলা হয়েছে, গুজরাটের কিছু কিছু এলাকায় এবং উপকূলবর্তী ওড়িশায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি দেখা দেবে।
SC/BD/DM/
(Release ID: 1714211)
Visitor Counter : 129