স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন করোনা পরিস্থিতি নিয়ে আজ কেন্দ্রীয় সরকারের হাসপাতাল ও দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন

Posted On: 23 APR 2021 5:50PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ এপ্রিল, ২০২১

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডাক্তার হর্ষবর্ধনের সভাপতিত্বে করোনা পরিস্থিতি নিয়ে আজ নতুন দিল্লিতে পর্যালোচনা বৈঠক হয়েছে। ওই বৈঠকে সফদরজং হাসপাতাল, ডাক্তার আর এম এল হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে স্বাস্হ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। বেশিরভাগ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে। দৈনিক মৃত্যুর হার বেড়েছে। কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সহযোগিতায় কেন্দ্র সরকার করোনা মোকাবিলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। পর্যাপ্ত ওষুধ সরবরাহ করার পাশাপাশি অক্সিজেন সরবরাহ যাতে বিঘ্নিত না হয় সেই ব্যবস্থা করা হয়েছে। আই সি ইউ শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে।

 

CG/ SB



(Release ID: 1713691) Visitor Counter : 192