কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক

ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার স্যার্টিফাইড প্র্যাকটিসিং অ্যাকাউন্টেন্টের মধ্যে পারস্পরিক স্বীকৃতির চুক্তিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 20 APR 2021 3:49PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ এপ্রিল, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া (আইসিএআইএবং অস্ট্রেলিয়ার স্যার্টিফাইড প্র্যাকটিসিং অ্যাকাউন্টেন্টের (সিপিএমধ্যে পারস্পরিক স্বীকৃতি সংক্রান্ত চুক্তিটিকে অনুমোদন দেওয়া হয়েছে।

চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য :

আইসিএআই এবং সিপিএ- মধ্যে পারস্পরিক স্বীকৃতির চুক্তির অনুযায়ী দুটি সংস্থা হিসেব রক্ষার বিভিন্ন তথ্য ভাগ করে নেওয়াপেশাদারি  অন্যান্য ক্ষেত্রে সহযোগিতাদুই সংস্থার সদস্যদের স্বার্থ রক্ষা এবং অস্ট্রেলিয়া  ভারতে হিসাবরক্ষক পেশার মানোন্নয়নে  সাহায্য করবে।

প্রভাব :

এই চুক্তির ফলে –

অ্যাকাউন্টিং-এর দুটি প্রতিষ্ঠানের মধ্যে কাজের সম্পর্ক গড়ে তোলা হবে

উভয় সংস্থার সদস্যদেরছাত্র-ছাত্রীদের মধ্যে স্বার্থ রক্ষার জন্য সম্পর্ক গড়ে তোলা

দুটি প্রতিষ্ঠানের সদস্যদের অন্য দেশে যাওয়ার সুযোগ করে দেওয়াযার ফলে উভয় দেশের ক্ষুদ্র  মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুবিধা হয়

হিসেব রক্ষাকরাআন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হন তাদের সেই সমস্যার সমাধানে এই দুই প্রতিষ্ঠান সাহায্য করবে

কৌশল  লক্ষ্য পূরণ :

এই সমঝোতাপত্রের মধ্য দিয়ে উভয় সংস্থাই একে  অন্যের সদস্যদের পেশাদার ক্ষেত্রে যোগ্যতাকে স্বীকৃতি দেবে। এই সব সদস্যরা পরীক্ষা দিয়েপ্রশিক্ষণ নিয়ে এবং হাতে-কলমে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আইসিএআই এবং সিপিএ প্রতিষ্ঠান দুটি একে অন্যের সদস্যদের যোগ্যতা  প্রশিক্ষণকে স্বীকৃতি দেবে।

প্রেক্ষাপট :  

আইসিএআই ১৯৪৯ সালের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাক্ট অনুযায়ী একটি বিধিবদ্ধ সংস্থাযারা ভারতের চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের মূল সংস্থা। অস্ট্রেলিয়ার সিপিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের বিশ্বের বৃহত্তম সংগঠন। এই সংগঠনে ১৫০টি দেশের  লক্ষ ৬০ হাজারের বেশি সদস্য রয়েছেন। সিপিএ  শিক্ষাপ্রশিক্ষণ  কারিগরি সহায়তা দিয়ে থাকে।

 

CG/CB/AS/



(Release ID: 1713126) Visitor Counter : 109