স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যগুলির মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির প্রশাসকদের কাছে লেখা এক চিঠিতে ক্রমবর্ধমান করোনার পরিপ্রেক্ষিতে শিল্পের উদ্দেশ্যে অক্সিজেন সরবরাহ নিষিদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন

Posted On: 18 APR 2021 9:04PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ এপ্রিল, ২০২১

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আজ রাজ্যগুলির মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির প্রশাসকদের কাছে লিখিত হবে জানিয়েছেন যে, ক্রমবর্ধমান করোনার পরিপ্রেক্ষিতে শিল্পের উদ্দেশ্যে অক্সিজেন সরবরাহ নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে পাঠানো ওই চিঠিতে তিনি জানান যে, ১৮ এপ্রিল, ২০২১- এ লেখা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব নটি শিল্পক্ষেত্রকে এর আওতা থেকে বাদ রাখার কথা জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে করোনার ক্রমবর্ধমান পরিস্থিতির কথা ভেবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কেননা অক্সিজেনের চাহিদা বিপুল পরিমাণে বাড়ছে। বিশেষ করে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি, উত্তর প্রদেশ, ছত্রিশগড়, কর্ণাটক, কেরালা, তামিলনাডু, হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থানের মতো করোনা প্রবণ রাজ্য গুলিতে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের চিঠিতে আজ এম্পাওয়ার্ড গ্রুপ- টুর সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তের কথা বলা হয়েছে। কেবল নয়টি শিল্প বাদে বাকি সমস্ত শিল্প সংস্থায় অক্সিজেন সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে। পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২২ এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। করোনার পরিপ্রেক্ষিতে মানুষের জীবন বাঁচাতে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

 

 

CG/ SB



(Release ID: 1712601) Visitor Counter : 202


Read this release in: English , Urdu , Hindi , Punjabi