নির্বাচনকমিশন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পঞ্চম দফায় ৪৫টি আসনে, দুটি লোকসভা কেন্দ্র ও ১০টি রাজ্যের ১২টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ১৫,৭৮৯টি ভোটগ্রহণ কেন্দ্রে আজ শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

বিপুল সংখ্যক মহিলা ভোটার ভোট দিয়েছেন; বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গে পঞ্চম দফায় ৭৮.৩৬ শতাংশ ভোট পড়েছে

Posted On: 17 APR 2021 6:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ই এপ্রিল, ২০২১

 

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পঞ্চম দফায় ৪৫টি আসনে, দুটি লোকসভা কেন্দ্র ও ১০টি রাজ্যের ১২টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ১৫,৭৮৯টি ভোটগ্রহণ কেন্দ্রে আজ শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের তিরুপতি (তপশিলী জাতির জন্য সংরক্ষিত) এবং কর্ণাটকের বেলগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের পাশাপাশি গুজরাটের মোরভা হাদফ (তপশিলী উপজাতিদের জন্য সংরক্ষিত), ঝাড়খন্ডের মধুপুর, কর্ণাটকের মাস্কই (তপশিলী উপজাতিদের জন্য সংরক্ষিত) ও বাসবকল্যাণ, মধ্যপ্রদেশের দামো, মহারাষ্ট্রর পান্ধারপুর, মিজোরামের সেরছিপ (তপশিলী উপজাতিদের জন্য সংরক্ষিত), রাজস্থানের রাজসামন্দ, সুজনগড় (তপশিলী জাতিদের জন্য সংরক্ষিত) ও সাহারা, তেলেঙ্গানার নাগার্জুনসাগর এবং উত্তরাখন্ডের সল্ট আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  


পশ্চিমবঙ্গের ৫৬ – সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী এবং ৫৮ – জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী মারা যাওয়ায় ঐ দুটি কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়ে যায়। আগামী ২৬শে এপ্রিল এই কেন্দ্র দুটিতে ভোট নেওয়া হবে।  


নোকসেন (তপশিলী উপজাতিদের জন্য সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রে মাত্র ১ জন মনোনয়নপত্র জমা দেওয়ায় এখানে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ঐ প্রার্থী জয় লাভ করে।  


পঞ্চম দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভিন্নভাবে সক্ষম ও ৮০র উর্দ্ধে যাঁদের বয়স, তাঁদের বাড়িতে গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। পশ্চিমবঙ্গে নির্বাচনের এই পর্বে ভোটারদের প্রভাবিত করতে পারে এধরনের ৩১০ কোটি ৫০ লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে মদ, নেশার দ্রব্য, উপহার সামগ্রী ইত্যাদি রয়েছে। এই পরিমাণ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের থেকে সাতগুণ বেশি। 


করোনা ভাইরাস মোকাবিলার জন্য নির্বাচন কমিশন, ৩২৪ ধারা অনুযায়ী নির্বাচনী প্রচারের সময় সংক্ষিপ্ত করেছে। এছাড়াও ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘন্টার পরিবর্তে ৭২ ঘন্টা আগে প্রচারাভিযান শেষ করা হচ্ছে। কমিশন, ভিন্নভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকদের ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুবিধা সহ কোভিড সংক্রমিত ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে। পুরো নির্বাচন প্রক্রিয়া তদারকির জন্য তৃণমূল স্তরে পর্যটকরা সক্রিয় রয়েছেন। 


পশ্চিমবঙ্গে ভোটগ্রহণের জন্য আজ ১৫,৭৮৯ টি ব্যালট ইউনিট, ১৫,৭৮৯টি কন্ট্রোল ইউনিট ও ১৫,৭৮৯টি ভিভিপ্যাড ব্যবহার করা হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫০ শতাংশের বেশি বুথে ওয়েবকাস্টিং সহ নজরদারী বাড়ানো হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ভোটগ্রহণ কেন্দ্রের ভেতরে ঢুকতে পারেনি। 


কমিশন, ভোটদাতা সহ সকলের কাছে নির্বিঘ্নে এই পর্বে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানিয়েছে। 

 


CG/CB/SFS



(Release ID: 1712491) Visitor Counter : 303


Read this release in: English , Urdu , Hindi , Tamil