ভূ-বিজ্ঞানমন্ত্রক
দেশে আজ তাপপ্রবাহের সম্ভাবনা নেই
পূর্ব উত্তরপ্রদেশের নউগঙ্গ-এ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস
Posted On:
15 APR 2021 11:14AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ এপ্রিল, ২০২১
ভারতীয় আবহাওয়া দপ্তরের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী গতকাল সৌরাষ্ট্র ও কচ্ছ সহ হরিয়ানার কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ লক্ষ্য করা গেছে। পূর্ব উত্তরপ্রদেশের অধিকাংশ জায়গায় হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি, এমনকি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পশ্চিম রাজস্থানের কিছু কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়। অন্যদিকে, উত্তরাখণ্ডের কিছু কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৩.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রেকর্ড করা হয়েছে। দেশে গতকাল উষ্ণতম জায়গা ছিল পূর্ব উত্তরপ্রদেশের নউগঙ্গ। এখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
সুনির্দিষ্ট অঞ্চল ভিত্তিক পূর্বাভাস ও আগাম সতর্কতার জন্য ‘মৌসম এক’ ডাউনলোড করা যেতে পারে। কৃষি পূর্বাভাসের জন্য ‘মেঘদূত’ অ্যাপ ডাউনলোড করুন।
CG/BD/AS/
(Release ID: 1712079)