সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রতন লাল কাটারিয়া প্রবীণ নাগরিকদের টিকাদান সহজ করতে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন

Posted On: 13 APR 2021 5:49PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ এপ্রিল, ২০২১

 

কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রী রতন লাল কাটারিয়া প্রবীণ নাগরিকদের টিকা দেওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে  মন্ত্রকের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। টিকা উৎসবে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে প্রবীণ নাগরিকদের কল্যাণে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শ্রী কাটারিয়া জানান, স্বাস্থ্য মন্ত্রক এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের যৌথ উদ্যোগে করোনা জনিত অতিমারির সময়ে প্রবীণ নাগরিকদের প্রতি যত্নশীল হওয়ার জন্য একটি পরামর্শ প্রদান করা হয়েছে। প্রবীণ নাগরিকদের মানসিক স্বাস্থ্যের জন্য কি কি করনীয় তারও বিশদ তালিকা প্রকাশ করা হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংস্থা এবং আঞ্চলিক রিসোর্স ট্রেনিং সেন্টার গুলিতে প্রয়োজনে প্রবীণ নাগরিকদের জন্য পূনর্বাসনের ব্যবস্থা কথা উল্লেখ করেছে। বিশেষত, অ্যালজাইমার্স এ আক্রান্ত প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তাদের থাকা এবং চিকিৎসার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। 

 

CG/ SB


(Release ID: 1711983) Visitor Counter : 98


Read this release in: English , Urdu , Hindi