স্বরাষ্ট্র মন্ত্রক

ভারত ও শ্রীলঙ্কার পুলিশ প্রধানদের মধ্যে আলোচনা

Posted On: 08 APR 2021 4:19PM by PIB Kolkata
নতুনদিল্লি, ৮ই এপ্রিল, ২০২১

 

ভারত ও শ্রীলঙ্কার পুলিশ প্রধানরা ভার্চ্যুয়ালি প্রথম বৈঠক করেছে। ইতিবাচক পরিবেশে এই বৈঠকের মাধ্যমে দুটি দেশের পারস্পরিক আস্থা অর্জিত হয়েছে। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন, ইন্টেলিজেন্স ব্যুরোর নির্দেশক। অন্যদিকে শ্রীলঙ্কা পুলিশের ইনস্পেকটর জেনারেল শ্রী সিডি বিক্রমারত্নে সেদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন।
ড্রাগস চোরাচালান ও সংগঠিত অপরাধীদের বিরুদ্ধে সরু সমুদ্র পথে অভিযান চালানোর জন্য দু দেশের পুলিশ বাহিনী একে অপরের কাজের প্রশংসা করেছে। উভয় পক্ষ গুরুত্বপূর্ণ গোপন তথ্য নিজেদের মধ্যে ভাগ করে নেবার ক্ষেত্রে সহমত পোষণ করেছে। আন্তর্জাতিক জঙ্গী সমস্যার মোকাবিলায় দুটি দেশ একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে এই সহযোগিতাকে আরো বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

CG/CB/


(Release ID: 1710547) Visitor Counter : 171