আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

নারেলায় উড়াল পথ তথা রেল ওভার ব্রিজের উদ্বোধন

Posted On: 06 APR 2021 2:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ এপ্রিল, ২০২১

 

কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী আজ ভার্চ্যুয়াল মাধ্যমে নারেলায় উড়াল পথ তথা রেল ওভার ব্রিজের উদ্বোধন করেছেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির উপ-রাজ্যপাল শ্রী অনীল বৈজাল, উত্তর-পশ্চিম দিল্লির সাংসদ শ্রী হংসরাজ হংস, দিল্লি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সহ মন্ত্রকের সচিব ও আধিকারিকরা। দিল্লিকে সাজিয়ে তোলা এবং নারেলার উন্নয়নের অঙ্গ হিসাবে এই উড়াল পথ তথা রেল ওভার ব্রিজ গড়ে তোলা হয়েছে। এই উড়াল পথ উত্তর-পশ্চিম দিল্লির ঘন বসতিপূর্ণ নারেলা ও বাওয়ানার মধ্যে মসৃণ সংযোগ গড়ে তুলবে। আগামী দিনে এই অঞ্চলে আবাসিক ও শিল্প কেন্দ্র গড়ে উঠছে। এই পথে রেল ক্রসিং থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছিল। প্রতিদিন এই রেল ক্রসিং দিয়ে ১৫০টিরও বেশি ট্রেন যাতায়াত করে। এর ফলে, খুব অল্প সময়ের জন্য এই রেল ক্রসিং খোলা থাকে। অন্যদিকে, এই ব্যস্ত রেল ক্রসিং দিয়ে দিনে গড়ে প্রায় ৮০ হাজার গাড়ি পারাপার করে। এখন এই উড়াল পথ তৈরি হওয়ায় সমস্যার সমাধান হয়েছে। ১ হাজার ৬৮০ মিটার দীর্ঘ এই রেলওভার ব্রিজটি তৈরি করতে খরচ হয়েছে ৩৮৯ কোটি টাকা। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের নগর উন্নয়ন তহবিল থেকে এই অর্থ খরচ করা হয়েছে। এই অর্থের ৮০ শতাংশ নগরোন্নয়ন তহবিল থেকে পাওয়া গেছে। বাকি ২০ শতাংশ অর্থ দিয়েছে দিল্লি উন্নয়ন পর্ষদ। 
নারেলা'র উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই এলাকার উন্নতিতে দিল্লি উন্নয়ন পর্ষদ প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও, দিল্লি উন্নয়ন পর্ষদ নারেলা অঞ্চলে বিভিন্ন আবাসিক প্রকল্প গ্রহণ করেছে। 

CG/SS/SB

(Release ID: 1709932) Visitor Counter : 196


Read this release in: English , Urdu , Hindi , Punjabi