জলশক্তি মন্ত্রক
জলজীবন মিশনের সূচনার সময় থেকে ৪ কোটির বেশি গ্রামীণ পরিবারে পাইপ বাহিত কলের জল সংযোগ
Posted On:
29 MAR 2021 1:28PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ মার্চ, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৯-এর ১৫ আগস্ট প্রতিটি গ্রামীণ পরিবারে ২০২৪ সালের মধ্যে পাইপ বাহিত কলের জল সংযোগ পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর জল জীবন মিশনের সূচনার সময় থেকে এখনও পর্যন্ত ৪ কোটির বেশি গ্রামীণ পরিবারে পাইপ বাহিত কলের জল সংযোগ পৌঁছে দিয়ে এক নতুন মাইল ফলক অর্জিত হয়েছে। এক তৃতীয়াংশের বেশি গ্রামীণ পরিবারে জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। ১০০ শতাংশ গ্রামীণ পরিবারে পাইপ বাহিত কলের জল পৌঁছে দিয়ে গোয়া দেশের প্রথম রাজ্য হয়ে উঠেছে। দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা এবং তৃতীয় স্থানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। জল জীবন মিশনের আওতায় ৫৬টি জেলায় ৮৬ হাজারের বেশি গ্রামে কলের জল সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রতিটি গ্রামীণ পরিবারে সুনির্দিষ্ট সময়ের মধ্যে জল সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে। কোনো পরিবারই যাতে বাদ না যায় – এই লক্ষ্যকে সামনে রেখে জল জীবন মিশনের কাজ এগিয়ে চলেছে।
অন্ধ্রপ্রদেশে প্রত্যন্ত কাকিসুর গ্রামে ঘন জঙ্গল ও পার্বত্য এলাকায় ঘেরা ২০০ জন মানুষ বাস করেন। এই গ্রামে বহু দশক সড়ক সংযোগ ও বিদ্যুৎ সংযোগ ছিল না। এখন জল জীবন মিশনের আওতায় দিবারাত্রি জল সরবরাহ করা হচ্ছে। সরকারের এই প্রচেষ্টার ফলে প্রত্যন্ত কাকিসুর গ্রামের বাসিন্দাদের জীবন যাত্রার মানোন্নয়ন ঘটেছে।
কেরালার ত্রিসুর জেলার অরুমানআয়ূর গ্রামের সাত বছর বয়সী বৈষ্ণবী কোভিড-১৯ পরিস্থিতির সময় বাড়ি থেকে দূরে গিয়ে জল এনেছে। বৈষ্ণবীর বাবা-মা ও দিদা করোনায় আক্রান্ত হওয়ায় বাড়িতে জল নিয়ে আসার কাজ তাকেই করতে হয়েছে। পরিবারের তিন ভাই বোনের মধ্যে বৈষ্ণবী সবার বড় হওয়ায় এই কাজ তাকে করতে হয়। করোনার সময় গ্রামের মানুষ বৈষ্ণবীকে বাইরে থেকে জল নিয়ে আসতে নিষেধ করেন। এই রকম পরিস্থিতিতে কিছুটা অপ্রত্যাশিতভাবেই কয়েক দিনের মধ্যে তার পরিবারে পাইপ বাহিত কলের জল সংযোগ পৌঁছে যায়।
সারা ভারতে বিভিন্ন প্রান্তে এরকম অনেক ঘটনা রয়েছে, যেখানে জল জীবন মিশন বহু পরিবারের জীবন পাল্টে দিয়েছে।
পর্যাপ্ত পরিমানে স্থায়ী ভাবে ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে প্রতিটি পরিবারে জল সংযোগ পৌঁছে দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহায়তায় জল জীবন মিশন রূপায়িত হচ্ছে। সংশ্লিষ্ট ও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রত্যন্ত ও দূরবর্তী অঞ্চলে গ্রামীণ পরিবারগুলিতে জল সংযোগ পৌঁছে দিতে কর্মসূচির আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। কর্মসূচির মাধ্যমে যে সমস্ত এলাকায় জলের গুণমান খারাপ বা খরা প্রবণ অথবা পিছিয়ে পড়া এলাকাগুলিতে জল সংযোগ পৌঁছে দিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত গ্রাম, উন্নয়নে আগ্রহী জেলা এবং সাংসদ আদর্শ গ্রাম যোজনার অন্তর্ভুক্ত জনপদগুলিতে জল সংযোগ পৌঁছে দিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
জল বাহিত অসুখবিসুখের প্রভাব যেহেতু শিশুদের ওপর বেশি পড়ে তাই বিদ্যালয় ও পাঠশালা এবং অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলিতে কলের জল সংযোগ পৌঁছে দিতে বিশেষ অভিযান শুরু হয়েছে। এই অভিযানের উদ্দেশ্য হলো নতুন বিদ্যালয় চালু হওয়ার সঙ্গে সঙ্গেই যেন শিশুদের কাছে নিরাপদ পানীয় জলের সুবিধা পৌঁছে দেওয়া যায়। পাইপ বাহিত কলের জল পরিবার ও বিদ্যালয়ের পাশাপাশি মধ্যাহ্নকালীন আহার প্রস্তুত এবং শৌচালয়গুলিতেও ব্যবহার করা হচ্ছে।
***
CG/BD/SKD
(Release ID: 1708277)
Visitor Counter : 253