নারীওশিশুবিকাশমন্ত্রক

কর্মরতা মহিলাদের জন্য হোস্টেলের ব্যবস্থা

Posted On: 25 MAR 2021 1:09PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৫ মার্চ, ২০২১

        কর্মরতা মহিলারা শহরাঞ্চলে, আধা-শহর এলাকা এবং গ্রামাঞ্চলে নিরাপদ ও যাতায়াতের সুবিধা যুক্ত হোস্টেল যাতে পান তার জন্য মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে। এই ধরণের হোস্টেলের ব্যবস্থা করার জন্য রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করা হয়। দেশের মেট্রো শহরগুলি সহ বিভিন্ন জায়গায় কর্মরতা মহিলাদের হোস্টেল সংক্রান্ত এই তথ্য আজ রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতি স্মৃতি জুবিন ইরানী। আসামে ১৭টি, পশ্চিমবঙ্গে ৩৮টি এবং ত্রিপুরায় ১টি হোস্টেল রয়েছে। পশ্চিমবঙ্গে আরও একটি হোস্টেল তৈরির কাজ চলছে। সারা দেশে কর্মরতা মহিলাদের জন্য ৯০৫টি হোস্টেল আছে। আরও ৬৫টি হোস্টেল তৈরি করা হচ্ছে।  

***

 

 

CG/CB /NS


(Release ID: 1707656) Visitor Counter : 110


Read this release in: English , Urdu , Malayalam