যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

২০২১এর খেলো ইন্ডিয়া যুব প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের জন্য যোগাসন অন্তর্ভুক্ত করা হয়েছে : শ্রী কিরেন রিজিজু

Posted On: 25 MAR 2021 3:00PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৫ মার্চ, ২০২১

        সরকার যোগাসনের বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনার পর ন্যাশনাল যোগাসন স্পোর্টস ফেডারেশনকে (এনওয়াইএসএস) একটি জাতীয় ক্রীড়া সংগঠনের মর্যাদা দিয়েছে। এই সংস্থা যোগাসনকে প্রতিযোগিতামূলক ক্রীড়া হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

          ২০২১এর খেলো ইন্ডিয়া যুব প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে যোগাসনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিনিয়র, জুনিয়র, সাব-জুনিয়র এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চ্যাম্পিয়ানশিপের আয়োজন করতে এনওয়াইএসএস-কে আর্থিক সহায়তা দানের ব্যবস্থা করা হয়েছে। এনওয়াইএসএস যোগাসনের প্রচার এবং উন্নয়নের মূল দায়িত্ব পালন করবে।

          লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী কিরেন রিজিজু।

***

 

 

CG/CB /NS



(Release ID: 1707607) Visitor Counter : 149


Read this release in: English , Urdu , Marathi , Malayalam