আইনওবিচারমন্ত্রক

এলাহাবাদ হাইকোর্টে অতিরিক্ত ৭ জন বিচারপতি

Posted On: 24 MAR 2021 3:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মার্চ ২০২১

রাষ্ট্রপতি সংবিধানের ২২৪ নম্বর ধারার ১ উপধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে এলাহাবাদ হাইকোর্টে অতিরিক্ত ৭ জন বিচারপতির নিয়োগে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় ন্যায় বিচার দপ্তর গত সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। রাষ্ট্রপতি এলাহাবাদ হাইকোর্টে যে ৭ জন বিচারপতি নিয়োগ অনুমোদন করেছেন, তাঁরা হলেন – মহম্মদ আসলম, অনীল কুমার ওঝা, সাধনা রানী (ঠাকুর), নবীন শ্রীবাস্তব, সৈয়দ আফতাব হুসেন রিজভি, অজয় ত্যাগী এবং অজয় কুমার শ্রীবাস্তব।


ন্যায় বিচার দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিচারপতি সাধনা রানী (ঠাকুর), সৈয়দ আফতাব হুসেন রিজভি এবং অজয় কুমার শ্রীবাস্তব যেদিন থেকে দায়িত্ব গ্রহণ করবেন, সেদিন থেকে দু’বছর তাঁরা ঐ পদে বহাল থাকবেন। অন্যদিকে, মহম্মদ আসলম ২০২৩ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত অনীল কুমার ওঝা ২০২২ সালের পয়লা জুলাই পর্যন্ত, নবীন শ্রীবাস্তব ২০২১ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত এবং অজয় ত্যাগী ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করবেন।

***

 

 

CG/BD/SB


(Release ID: 1707360) Visitor Counter : 132


Read this release in: English , Urdu , Hindi