প্রতিরক্ষামন্ত্রক

দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অনুকূল পরিবেশ

Posted On: 24 MAR 2021 2:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মার্চ ২০২১

 

প্রতিরক্ষা উৎপাদন দপ্তরের গঠিত সচিব পর্যায়ের একটি গোষ্ঠীর সুপারিশ অনুযায়ী প্রতিরক্ষা ক্ষেত্রে বিপুল কর্মসংস্থান ও আর্থিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তি তথা প্রতিরক্ষা উৎপাদনের দিক থেকে আত্মনির্ভর হয়ে ওঠার জন্য ৫ বছর মেয়াদী একটি ভবিষ্যৎ রূপরেখা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় উৎপাদন বাড়াতে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করেছে : 

 

• বিজ্ঞান-নির্ভর দেশীয় শিল্প সংস্থার প্রসারে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যে বর্তমানে চালু বিশ্ববিদ্যালয়গুলিতে বিশেষ প্রযুক্তির শিক্ষা বিভাগ গড়ে তোলা হচ্ছে। 

• গবেষক ও বিজ্ঞানীদের নিয়ে গঠিত সংগঠনগুলির সঙ্গে স্টার্টআপ ও ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি চালু করতে গবেষণা তথা উন্নয়ন পরিকাঠামো কর্মসূচির মাধ্যমে সফিস্টিকেটেড অ্যানালিটিকাল অ্যান্ড টেকনিকাল হেলথ ইন্সটিটিউট শুরু করা হচ্ছে। 

• ‘সাথী’ কর্মসূচির আওতায় ডেটা কালেকশন, ইন্টারপ্রিটেশন ও তথ্য আদান-প্রদানে সুনির্দিষ্ট মানবসম্পদের সংস্থান করা হচ্ছে। ইতিমধ্যেই আইআইটি দিল্লি, বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আইআইটি খড়্গপুরে দক্ষ মানবসম্পদের জন্য তিনটি ‘সাথী’ কেন্দ্র চালু করা হয়েছে। 

• বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উন্নয়ন ও গবেষণা সংক্রান্ত পরিকাঠামো ডিভিশনের আওতায় ২০০৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে পার্স কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। এই কর্মসূচি রূপায়ণের জন্য ৫৪টি বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করা হয়েছে।

• প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি, সৃজনশীলতার প্রসার ও প্রযুক্তি উদ্ভাবনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা স্টার্টআপ, ব্যক্তিগত উদ্ভাবক, গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও যুক্ত করা হচ্ছে। ইতিমধ্যেই আইআইটি মাদ্রাজ, আইআইটি বম্বে, আইআইটি দিল্লি, আইআইটি হায়দরাবাদ, আইআইএম আমেদাবাদ, আইআইএসসি বেঙ্গালুরু প্রতিষ্ঠানের সঙ্গে এই লক্ষ্যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা হয়েছে। 

 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী শ্রীপাদ নায়েক।

***

 

 

CG/BD/SB



(Release ID: 1707304) Visitor Counter : 129


Read this release in: English , Urdu , Punjabi