বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

বিশ্ব জল দিবসে বিশেষজ্ঞরা জল ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সমস্যা তুলে ধরেছেন

Posted On: 24 MAR 2021 1:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মার্চ ২০২১

জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা বিশ্বে পড়েছে। এর ফলে, আন্তর্জাতিক স্তরে ৫টি অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্র বিশেষভাবে প্রভাবিত হচ্ছে। এগুলি হ’ল – জল, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি ও শক্তি। তাই, আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় হিমবাহের অবক্ষয় রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করতে উপযুক্ত কর্মপরিকল্পনা, শহরাঞ্চলীয় জলবায়ুর অনুকূল পরিবেশ গড়ে তোলা এবং হিমালয় অঞ্চলে বাস্তুতন্ত্রের সমীক্ষা ও বিশ্লেষণের একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভাগের উপদেষ্টা ও অধিকর্তা ডঃ অখিলেশ গুপ্তা গত সোমবার এক ওয়েবিনারে একথা জানান। এই প্রসঙ্গে ডঃ গুপ্তা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে ৫ বছর মেয়াদী এক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ২০২১ বিশ্ব জলদিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্তরে এই ওয়েবিনারের আয়োজন করা হয়। 


তিনি আরও বলেন, পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে এবং এই বৃদ্ধি অব্যাহত থাকবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব যদি এখনই রোধ করা না যায়, তা হলে সমুদ্রের জলস্তর বাড়তেই থাকবে। শহরগুলিতে জনসংখ্যার ঘনত্ব অত্যাধিক হওয়ায় ব্যাপক হারে বৃষ্টি হচ্ছে। বর্ষণের তারতম্য ঘটায় হড়পা বাণের ঘটনা বাড়ছে। এগুলি সবই মানবজাতির কাছে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ডঃ গুপ্তা আরও বলেন, খরাজনিত পরিস্থিতির জন্য সমস্ত এলনিনো যেমন দায়ী নয়, তেমনই এলনিনোর প্রভাবে খরাজনিত পরিস্থিতি তৈরি হয় – এটাও ঠিক নয়। এলনিনোজনিত শুষ্কতার ফলে মরশুমের শুরুতে যেমন বৃষ্টিপাতে ঘাটতি দেখা দেয়, তেমনই বর্ষা মরশুমের মাঝামাঝি বৃষ্টিপাতের হারও কমে যায়। অগাস্ট মাসের মাঝামাঝি বৃষ্টিপাতের ব্যাপক ঘাটতি দেখা দেয়। অন্যদিকে, এলনিনো বহির্ভূত শুষ্ক পরিস্থিতির ফলে জুন মাসে বৃষ্টির ঘাটতি হয় অল্প। অবশ্য, জুলাই মাসের মাঝামাঝি থেকে অগাস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত বর্ষার প্রকৃত রূপ ধরা পড়ে। তিন সপ্তাহ ব্যাপক বৃষ্টির পর অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহের শেষ দিকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। তখন সারা দেশেই আবার বৃষ্টির ঘাটতি দেখা দেয়। 


ডঃ গুপ্তা আরও বলেন, ভারতের প্রায় সবকটি রাজ্যেই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ে। দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবের দিক থেকে ঝাড়খন্ড সবচেয়ে বেশি অসুরক্ষিত এবং মহারাষ্ট্র সবচেয়ে কম প্রভাবিত। পশ্চিমবঙ্গ সহ ৮টি রাজ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলনামূলক বেশি। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কর্মসূচি নিয়ে দেড় হাজার গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এর মধ্যে ১ হাজারটি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশ পেয়েছে। দপ্তর জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় ১০০টি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে। ৩৫০টি কর্মশিবির করেছে। রাজ্যস্তরে ৫০ হাজারেরও বেশি মানুষকে ২৫০টি কর্মসূচিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তাঁরা জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে পারেন। 


এই ওয়েবিনারে অংশ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা জনসংখ্যা বৃদ্ধির দরুণ জলের অভাব এবং জল সরবরাহ ক্ষেত্রে ক্রমবর্ধমান বিভিন্ন বাধা-বিপত্তির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। 

***

 

 

CG/BD/SB



(Release ID: 1707270) Visitor Counter : 627


Read this release in: English , Hindi , Punjabi , Telugu