কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক
কোম্পানির ফ্রেশ স্টার্ট স্কিম ও এলএলপি বন্দোবস্তের মেয়াদ বাড়ানো হয়েছে
प्रविष्टि तिथि:
23 MAR 2021 4:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ মার্চ, ২০২১
কর্পোরেট বিষয়ক মন্ত্রক তাদের সার্কুলার নম্বর ১২/২০২০, তারিখ- ৩০/০৩/২০২০-তে কোম্পানিজ ফ্রেশ স্টার্ট স্কিম-২০২০ চালু করেছে। এর মাধ্যমে সংস্থাগুলিকে খেলাপি সংক্রান্ত বিষয়গুলি নির্ধারণের সুযোগ দেওয়া হয়ে থাকে। এর পাশাপাশি নতুন করে প্রকল্প চালুর সুযোগও দেওয়া হয়।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক রাষ্ট্রমন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এই প্রকল্প রূপায়নের ফলে ৪,৭৩,১৩১ টি দেশীয় এবং ১,০৬৫ টি বিদেশী সংস্থা উপকৃত হবে।
***
CG/ SB
(रिलीज़ आईडी: 1707091)
आगंतुक पटल : 174