বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

জৈব প্রযুক্তি বিভাগ জাতীয় বায়োফার্মা মিশন তৈরির উদ্যোগ নিয়েছে যাতে "শিল্প ও শিক্ষার সমন্বয়ে বায়ো ফার্মাসিটিক্যালসের প্রাথমিক পর্যায়ে বিকাশ, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্র প্রসারিত হবে"

Posted On: 23 MAR 2021 2:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ মার্চ, ২০২১
 
ভারতে জৈবপ্রযুক্তি উদ্যোগকে আরও প্রসারিত ও শক্তিশালী করার লক্ষ্যে জৈব প্রযুক্তি বিভাগ জাতীয় জৈবপ্রযুক্তি মিশন তৈরি করেছে।
 
যেখানে শিল্প ও শিক্ষার সমন্বয়ে বায়ো ফার্মাসিটিক্যালসের প্রাথমিক পর্যায়ে বিকাশ, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্র প্রসারিত করা হবে। 
 
মিশনের অনুমোদিত বিষয় গুলির মধ্যে রয়েছে-
 
পণ্যের বিকাশ ও জনস্বাস্থ্যের সাথে অপ্রাসঙ্গিক।
পরিকাঠামোগত সুবিধা জোরদার করা।
ব্যবসায়িক পরিকল্পনার বিকাশ এবং বিপণনের ব্যবস্থা।
সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে প্রযুক্তির হস্তান্তর।
 
এই মিশনটি প্যান ইন্ডিয়া পদ্ধতিতে কার্যকর করা হচ্ছে। 
 
আজ রাজ্যসভায় কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন এই তথ্য জানিয়েছেন।
 
***
 
 
 
CG/ SB

(Release ID: 1707074) Visitor Counter : 124


Read this release in: English , Urdu , Hindi