বস্ত্রমন্ত্রক

বস্ত্র সামগ্রীর প্রসারে কর্মসূচি

Posted On: 18 MAR 2021 3:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ মার্চ ২০২১

২০২১-২২ কেন্দ্রীয় বাজেটে মেগা ইনভেস্টমেন্ট টেক্সটাইল পার্ক গড়ে তুলতে একটি কর্মসূচির কথা ঘোষণা করা হয়। আগামী তিন বছরে এ ধরনের ৭টি মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলা হবে। এর ফলে, ভারতীয় বস্ত্র শিল্প আন্তর্জাতিক মঞ্চে আরও বেশি প্রতিযোগিতাসম্পন্ন হয়ে উঠবে, বিপুল লগ্নি টানতে সক্ষম হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এমনকি, রপ্তানি ক্ষেত্রেও ভারত বিশ্বের অগ্রণী দেশ হয়ে উঠবে। ইতিমধ্যেই বস্ত্র শিল্পের জন্য ৫ বছর মেয়াদী ১০ হাজার ৬৮৩ কোটি টাকার উৎপাদন সংযুক্ত বিনিয়োগ কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির ফলে বস্ত্র শিল্পে দেশীয় উৎপাদন বাড়বে এবং রপ্তানিতে ভারত অগ্রণী দেশগুলির সঙ্গে স্থান করে নেবে।


রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন বস্ত্র মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি। তিনি আরও জানান, সরকার বস্ত্র শিল্পের প্রসারে একাধিক কর্মসূচি রূপায়ণ করেছে। এর মধ্যে রয়েছে – প্রযুক্তিগত মানোন্নয়ন তহবিল কর্মসূচি, হস্তচালিত তাঁত ক্ষেত্রের উন্নয়ন কর্মসূচি, টেকনিকাল টেক্সটাইল কর্মসূচি, ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক, ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্মসূচি, ন্যাশনাল হ্যান্ডিক্র্যাফট্‌ ডেভেলপমেন্ট কর্মসূচি প্রভৃতি।

***

 

 


CG/BD/SB


(Release ID: 1705864)
Read this release in: English , Urdu