ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
সহজ লভ্যতা নিশ্চিত করতে এবং মূল্য যাচাই করে ডালের আমদানি করা হবে
Posted On:
16 MAR 2021 2:53PM by PIB Kolkata
নতুন দিল্লি,১৬ মার্চ,২০২১
কেন্দ্রীয় সরকার প্রাপ্যতা এবং মূল্য যাচাই করার জন্য ডাল আমদানির প্রস্তাব করেছে। ২০২১-২২ অর্থবছরের জন্য ডাল আমদানি করতে নোটিশ জারি করা হয়েছে। সরকার বিগত তিন বছরে ডালের উৎপাদন ও আমদানি সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে।
২০২০-২১ অর্থবছরে ডাল উৎপাদনের চিত্রটি হলো-
মটর ডাল- ৩৮.৮০ লক্ষ মেট্রিক টন।
মাষকলাই ডাল- ২৪.৫০ লক্ষ মেট্রিক টন।
মুসুর ডাল- ১৩.৫০ লক্ষ মেট্রিক টন।
মুগ ডাল- ২৬.২০ লক্ষ মেট্রিক টন।
ছোলার ডাল- ১১৬.২০ লক্ষ মেট্রিক টন।
ওই একই আর্থিক বছরে ডাল আমদানির পরিমাণ হচ্ছে-
মটর ডাল- ৪.৪০ লক্ষ মেট্রিক টন।
মাষকলাই ডাল- ৩.২১ লক্ষ মেট্রিক টন।
মসুর ডাল- ১১.০১ লক্ষ মেট্রিক টন।
মুগ ডাল- ০.৫২ লক্ষ মেট্রিক টন।
ছোলার ডাল- ২.৯১ লক্ষ মেট্রিক টন।
জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের উদ্দেশ্য হচ্ছে উন্নত মান সম্মত ডালের উৎপাদন এবং ডাল চাষের জন্য ফসলের ক্ষেত্র সম্প্রসারণ করা। এর পাশাপাশি ডালের উন্নত জাত উদ্ভাবনের জন্য গবেষণা চালিয়ে যাওয়া। কেন্দ্রীয় সরকার কৃষকদের পারিশ্রমিক মূল্য নিশ্চিত করতে ২২টি বাধ্যতামূলক ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেছে।
আজ লোকসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন প্রতিমন্ত্রী শ্রী দানভেরাও সাহেব দাদারাও এই তথ্য জানিয়েছেন।
***
CG/ SB
(Release ID: 1705234)
Visitor Counter : 124