বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
চিকিৎসায় সাহায্যকারী নতুন ওষুধকে শনাক্ত করতে বিজ্ঞানীরা শরীরে উপলব্ধি করার আণবিক উপাদান উদ্ভাবন করেছেন
Posted On:
16 MAR 2021 1:59PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৬ মার্চ, ২০২১
ক্যান্সারের ওষুধ শরীরের মধ্যে জীবন্ত কোষে অতিক্ষুদ্র বিভিন্ন রাসায়নিক উপাদানকে কতটা পরিবর্তন করতে পারে সেটি বোঝার জন্য গবেষকরা সম্প্রতি শরীরের ভেতরের পরিবর্তন বোঝার আণবিক উপাদান উদ্ভাবন করেছেন। সাইটোস্কেলেটন-এর অঙ্গ হিসেবে কোষের সাইটোপ্লাজমের গঠনের মধ্যে এই ধরনের উপাদানগুলি বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রভাবে নানাভাবে পরিবর্তিত হয়। ব্যাঙ্গালোরের ইনস্টেম সংস্থার গবেষকরা ফ্রান্সের ওরসে-এর কুরি ইনস্টিটিউটের গবেষকদের সহায়তায় টিউবুলিন ন্যানো বডি তৈরি করেছেন। এটি জীবন্ত কোষে কোনও পরিবর্তন হলে সেটিকে শনাক্ত করতে সাহায্য করে। ইন্দো-ফ্রেঞ্চ সেন্টার ফর দ্য প্রোমোশন অফ অ্যাডভান্সড রিসার্চ-এর অর্থানুকূল্যে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর ও ফরাসী সরকার ক্যান্সারের চিকিৎসার জন্য নতুন ওষুধ প্রয়োগ করলে তার জন্য কোষের মধ্যে কিরকম প্রভাব পড়ে, সে বিষয়ে গবেষণার জন্য এই উপাদানটি উদ্ভাবন করতে ইনস্টেম সংস্থাকে সাহায্য করেছে।
এই ধরনের ন্যানো বডিগুলি আমাদের দেহে অ্যান্টিবডিজ-এর মতোই সক্রিয়। তবে, অ্যান্টিবডিজ-এর থেকে ন্যানো বডিজ-এর আয়তন আরও কম। এই ন্যানো বডিজের অণুর মাধ্যমে কোষে কোন পরিবর্তন হলে সেটি তৎক্ষণাৎ শনাক্ত করা সম্ভব যার ফলে গবেষকরা বুঝতে পারেন ক্যান্সার প্রতিরোধী ওষুধের ক্ষেত্রে কোন ধরনের রাসায়নিক উপাদান প্রয়োগ করলে সেটি শরীরের পক্ষে ভালো হবে।
***
CG/CB/DM
(Release ID: 1705227)
Visitor Counter : 126