স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা

Posted On: 15 MAR 2021 2:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ মার্চ, ২০২১
 
২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায়, 'প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা'(পি এমএএসবিওয়াই) এর কথা ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়। আগামী ছয় বছরের জন্য এই প্রকল্প খাতে ৬৪.১৮০ কোটি টাকা ব্যয় করা হবে। এটি জাতীয় স্বাস্থ্য মিশন এর অতিরিক্ত একটি প্রকল্প।
 
২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে-
 
১) দশটি রাজ্যের ১৭,৭৮৮ টি গ্রামীণ স্বাস্থ্য ও নিরাময় কেন্দ্রকে সহায়তা প্রদান করা।
 
২) সমস্ত রাজ্যে শহরাঞ্চলে অতিরিক্ত ১১,০২৪ টি স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা।
 
৩) ১১ টি রাজ্যের প্রতিটি জেলা এবং ৩৩৮২ টি ব্লকে সুসংহত জনস্বাস্থ্য পরীক্ষাগার গড়ে তোলা।
 
৪) দেশের ৬০২ টি জেলায় এবং ১২ টি কেন্দ্রীয় সংস্থা ক্রিতিক্যাল কেয়ার হসপিটাল ব্লক তৈরি করা।
 
৫) ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং তার পাঁচটি আঞ্চলিক শাখা ও ২০ টি মেট্রোপলিটন হেলথ সার্ভিস ইউনিটকে শক্তিশালী করা।
 
৬) সুসংহত স্বাস্থ্য তথ্য পোর্টালের পরিধি বৃদ্ধি করা।
 
৭) দেশের ৩২ বিমানবন্দর, ১১টি সমুদ্র বন্দর এবং ৭টি ল্যান্ড ক্রসিংয়ের স্বাস্থ্য কেন্দ্র গুলিকে উন্নত মানের গড়ে তোলা।
 
৮) দেশে আরো ১৫ টি স্বাস্থ্য বিষয়ক জরুরী অস্ত্রোপচার কেন্দ্র এবং ২টি ভ্রাম্যমান হাসপাতাল গড়ে তোলা।
 
৯) স্বাস্থ্য বিষয়ক একটি জাতীয় কেন্দ্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য একটি আঞ্চলিক গবেষণা কেন্দ্র, ৯টি বায়োসেফটি লেভেল  থ্রি ল্যাবরেটরিজ এবং চারটি অঞ্চলে জাতীয় ভাইরোলজি কেন্দ্র স্থাপন করা।
 
আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে এই তথ্য জানিয়েছেন।
 
***
 
 
 
CG/SB

(Release ID: 1704994) Visitor Counter : 409


Read this release in: Telugu , English , Urdu