পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

নতুন সিএনজি পাম্প স্থাপন

Posted On: 15 MAR 2021 1:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ মার্চ ২০২১
 
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক পর্ষদ (পিএনজিআরবি) ২০০৬ – এর পিএনজিআরবি আইন অনুযায়ী একটি ভৌগোলিক এলাকায় শহর-কেন্দ্রিক গ্যাস বন্টন অথবা স্থানীয়ভাবে প্রাকৃতিক গ্যাস বিতরণ নেটওয়ার্ক স্থাপন, পরিচালনা ও তার সম্প্রসারণের স্বীকৃতি দিয়ে থাকে। শহর-কেন্দ্রিক গ্যাস বন্টনকারী সংস্থাগুলির স্বীকৃতির-ভিত্তিতে মিনিমাম ওয়ার্ক প্রোগ্রাম অনুযায়ী ২৭টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ৮-১০ বছরের সময়কালে ৮ হাজার ৮৮১টি সিএনজি পাম্প চালু করার অনুমতি দেওয়া হয়েছে। 
 
শহর-কেন্দ্রিক গ্যাস বন্টনকারী সংস্থাগুলি তাদের কর্মপরিকল্পনা ও বাণিজ্যিক সম্ভাবনার ভিত্তিতে জাতীয় মহাসড়ক বরাবর সিএনজি পাম্প চালু করে। লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সিএনজি পাম্পের সংখ্যা ৮ এবং মিনিয়াম ওয়ার্ক প্ল্যান অনুযায়ী আরও ৪৮০টি এ ধরনের পাম্প চালুর পরিকল্পনা রয়েছে। 
 
***
 
 
 
CG/BD/SB

(Release ID: 1704924) Visitor Counter : 177


Read this release in: English , Urdu , Marathi , Odia