বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

ডাক্তার হর্ষবর্ধন ভোপালে সিএসআইআর- এএমপিআরআই- তে উন্নত রেডিয়েশন শিল্ডিং এবং জিও পলিমারিক মেটেরিয়ালস ও একটি হাই রেজুলেশন ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ ল্যাবরেটরির উদ্বোধন করেছেন

Posted On: 14 MAR 2021 11:12AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ মার্চ, ২০২১
 
বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছেন যে, বর্জ্যপদার্থকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিকিরণ রক্ষার উপকরণ তৈরি করে বিজ্ঞান ও শিল্প গবেষণা পর্ষদ, সিএসআই আর এবং অ্যাডভান্সড মেটেরিয়াল প্রসেস রিসার্চ ইনস্টিটিউট, ভোপাল  'ওয়েস্ট টু ওয়েলথ' নামে একটি প্রকল্প গ্রহণ করেছে। এর মাধ্যমে এক্স-রে ডায়াগনস্টিক এবং সিটিস্ক্যান করার ঘর নির্মাণের জন্য সীসা মুক্ত এবং অত্যন্ত কার্যকর উপকরণ তৈরির জন্য একটি অভিনব প্রক্রিয়া যা শিল্পবর্জ্য নামক লাল কাদা ও ফ্লাই অ্যাশ ব্যবহার করে তৈরি করা হয়েছে।
 
ভোপালে গতকাল কেন্দ্রীয় মন্ত্রী এই প্রকল্প পরিদর্শনকালে একটি ইলেকট্রন মাইক্রোস্কোপ ল্যাবরেটরিরও উদ্বোধন করেন।
 
এর পাশাপাশি এদিন তিনি সেখানে একটি বাঁশের যৌগিক কাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
 
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সার্স কোভিড ভাইরাসের ইলেকট্রো কেমিক্যাল বেসড লক্ষণ চিহ্নিতকরণের ক্ষেত্রে এইমস ভোপাল এর সহযোগিতায় এই কেন্দ্রটি করোনা অতিমারির সময় প্রভূত কাজ করেছে। 
 
ডাক্তার হর্ষবর্ধন আশা প্রকাশ করেন যে, রেডিয়েশন সিল্ডিংয়ের প্রক্রিয়া এবং উন্নত উপকরণগুলি প্রকৌশল বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে এই  কেন্দ্রটি কাজ করবে।
 
উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কেন্দ্রীয় মন্ত্রী ভোপালের সিএসআই আর এবং এএমপিআরআই-এর প্রযুক্তি প্রদর্শনীর পরিদর্শন করেন। তিনি ওই কেন্দ্রের বিজ্ঞানী এবং কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থী এবং বিজ্ঞানীদের কাছে উদ্ভাবনের ক্ষেত্র আরও প্রশস্ত, বিজ্ঞানের সীমানা আরও বিস্তৃত এবং প্রযুক্তির বিকাশকে আরো ত্বরান্বিত করতে আহ্বান জানান। যা আত্মনির্ভর ভারত গড়ে তুলতে সমাজের পক্ষে কাজ করবে।
 
***
 
 
 
CG/SB

(Release ID: 1704739) Visitor Counter : 207


Read this release in: English , Urdu , Hindi