আয়ুষ

সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে ১০০ দিন

Posted On: 13 MAR 2021 5:56PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ই মার্চ, ২০২১

 

ন্যাচারাল ইনস্টিটিউট অফ ন্যাচেরোপ্যাথি পুণের রিজিউনাল আউটরিচ ব্যুরোর সঙ্গে ১০০ দিন ধরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।  ন্যাচারাল ইনস্টিটিউট অফ ন্যাচেরোপ্যাথি (এনআইএন) অভিন্ন যোগ প্রোটোকলের উপর ভিডিও কনফারেন্সিংএর মাধ্যমে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এনআইএন –এর ফেসবুক পেজ https://www.facebook.com/punenin -এ প্রতিদিন সকাল ৭টি থেকে ৮টা পর্যন্ত এই সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।

অভিন্ন যোগ প্রোটোকলের উপর পুণের আশাকর্মীদের জন্য ২২শে ফেব্রুয়ারী থেকে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচীর মূল উদ্দেশ্য হল ৫০০০ জন আশাকর্মীকে প্রশিক্ষণ দেওয়া। এই আশাকর্মীরা নিজ নিজ গ্রামে প্রশিক্ষণ দেবেন। এই লক্ষ্য নিয়ে ২২শে ফেব্রুয়ারী থেকে পুণে জেলার বিভিন্ন তালুকের ১৩০০ জন আশাকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে সকলকে প্রাণায়ম এবং আসনের মাধ্যমে নিজেকে সুস্থ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 

***

 

 

CG/CB/SFS


(Release ID: 1704658)
Read this release in: English , Hindi , Urdu , Marathi