অর্থমন্ত্রক

কলকাতায় আয়কর দপ্তরের তল্লাশি

Posted On: 11 MAR 2021 12:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ মার্চ ২০২১
 
আয়কর দপ্তর বুধবার কলকাতায় দু’জন ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি চালায়। এই তল্লাশি অভিযানে হিসাব-বহির্ভূত নগদ ১ কোটি ২১ লক্ষ টাকার বেশি বাজেয়াপ্ত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দপ্তর এই তল্লাশি চালানো হয়। ঐ দুই ব্যক্তি অন্যান্যদের অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত ছিল। সমগ্র ঘটনাটির তদন্ত চলছে। 
 
***
 
 
CG/BD/SB

(Release ID: 1704147) Visitor Counter : 146


Read this release in: English , Urdu , Hindi , Telugu