পর্যটনমন্ত্রক
পর্যটন মন্ত্রক উত্তর পূর্বাঞ্চলে পর্যটন ক্ষেত্রের বিষয়ে উৎসাহদানে প্রচার অভিযানের সূচনা করেছে
Posted On:
10 MAR 2021 4:15PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ মার্চ, ২০২১
উত্তর পূর্বাঞ্চল বিভিন্ন পর্যটন কেন্দ্রের জন্য পরিচিত। এখানে প্রতিটি রাজ্যের নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। পর্যটন মন্ত্রক উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের পর্যটন বিকাশ ও প্রচারের ওপর জোর দিয়েছে। সুনির্দিষ্ট স্থান অথবা পর্যটকদের পছন্দের স্থানগুলিকে বিকাশের জন্য মন্ত্রক 'স্বদেশ দর্শন', 'প্রাসাদ' ইত্যাদির মত প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় উত্তর পূর্বের রাজ্যগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। যার মধ্যমে পর্যটন পরিকাঠামো উন্নয়ন, মেলা, উৎসব, পর্যটন বিষয়ে প্রচার ইত্যাদি চালানো হচ্ছে।
পর্যটন মন্ত্রক উত্তর পূর্বাঞ্চলে পর্যটন ক্ষেত্রের বিষয়ে উৎসাহদানে প্রচার অভিযানের সূচনা করেছে। ডিজিটাল, মুদ্রণ ও সামাজিক মাধ্যমে এই প্রচার চালানো হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের পর্যটনের বিকাশে মন্ত্রক বিভিন্ন পক্ষকে নিয়ে কমিটিও গঠন করেছে। পর্যটন মন্ত্রক উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পর্যটনের ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এমনকি দেখো আপনা দেশ এই কর্মসূচির আওতায় পর্যটকদের কাছে উত্তর পূর্ব রাজ্যের গন্তব্য স্থানগুলিকে তুলে ধরা হয়েছে। দেখো আপনা দেশ এবং ফিট ইন্ডিয়া কর্মসূচির আওতায় ৭ থকে ১৭ মার্চ পর্যন্ত পর্যটন মন্ত্রক 'হাজার বার দেখো - উত্তর পূর্ব দেখো' শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্য এবং সিকিমকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
***
CG/SS/SKD
(Release ID: 1703990)
Visitor Counter : 136