শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি

Posted On: 10 MAR 2021 2:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ মার্চ, ২০২১

ভারত সরকার কর্মসংস্থানের লক্ষ্যে ২০১৬ সাল থেকে প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা শুরু করেছে। এর লক্ষ্য প্রথাগত কর্মশক্তি তৈরি করা। এই প্রকল্পের মাধ্যমে ভারত সরকার ১২ শতাংশ হারে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন স্কিমে অর্থ দিচ্ছে। তিন বছরের জন্য সুবিধাভোগীরা এই প্রকল্পে সুযোগ পাচ্ছেন। সুবিধাভোগীরা গত ৩১ মার্চ ২০১৯ সাল পর্যন্ত তাদের নাম নথিভুক্ত করতে পেরেছেন। চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত এই প্রকল্পে ১.২২ লক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে ১.২১ কোটি সুবিধাভোগী অন্তর্ভুক্ত হয়েছেন।


আত্মনির্ভর ভারত রোজগার যোজনা ২০২০ সালের ১ অক্টোবর সূচনা হয়েছে। এটির মাধ্যমেও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।


এছাড়াও সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে নিয়োগকর্তা এবং কর্মচারী উভয় ক্ষেত্রেই এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডে ১২ শতাংশ হারে অর্থসংস্থানের ব্যবস্থা করেছে।


আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গাংগুয়ার এই তথ্য জানিয়েছেন।

***


CG/ SB


(Release ID: 1703920) Visitor Counter : 200


Read this release in: English , Urdu , Marathi