প্রতিরক্ষামন্ত্রক

সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

Posted On: 10 MAR 2021 3:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ মার্চ, ২০২১

সীমান্তে অনুপ্রবেশে বন্ধ করতে ভারতীয় সেনা মানব সম্পদের পাশাপাশি প্রযুক্তিকে কাজে লাগিয়ে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে। যেখানে সেনা মোতায়েন, নজরদারি এবং যন্ত্রের মাধ্যমে বিশেষ পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে বহিরাগত এবং সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ সহজেই বন্ধ করা যাবে। আগে যেভাবে অনুপ্রবেশ ঘটতো সেই প্রচেষ্টাগুলি কে চিহ্নিত করে তার মোকাবিলার ব্যবস্থা করা হয়েছে।


সীমান্তে অনুপ্রবেশে রোধে ভারতীয় সেনার পক্ষ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে-

১) তথ্য অনুসন্ধানের বিষয় গুলি উন্নততর করা।
২) নজরদারির ব্যবস্থাকে আরও জোরদার করা।
৩) অনুপ্রবেশ চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।


৪) নাইট ভিশন সরঞ্জাম, রেডার, ভূগর্ভস্থ সেন্সর প্রভৃতি যন্ত্রাংশের ব্যবহার বাড়ানো।


৫) নিয়ন্ত্রণ রেখা বরাবর অতন্দ্র প্রহরা এবং সর্তকতা অবলম্বন করা।


ভারতীয় সেনা এবং গবেষণা ও উন্নয়ন সংস্থা গুলির মাধ্যমে সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে এন্টি ইনফিল্ট্রেশন অবসট্যাকেল সিস্টেমকে প্রতিনিয়ত আপগ্রেড করা হচ্ছে।


আজ লোকসভায় শ্রী কালারি রাঙ্গাইয়ার এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী শ্রীপদ নায়েক এই তথ্য জানিয়েছেন।

 

***

 

 

 

CG/ SB



(Release ID: 1703867) Visitor Counter : 84


Read this release in: English , Urdu