ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

ন্যূনতম সহায়ক মূল্যে গতবারের তুলনায় এবার রেকর্ড ১৪.২৬ শতাংশ বেশি ধান সংগ্রহ


চলতি খরিফ বিপণন মরশুমে এখনও পর্যন্ত ৬৭৩.৬৩ মেট্রিক টন ধান সংগ্রহ

Posted On: 10 MAR 2021 12:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ মার্চ ২০২১

চলতি খরিফ বিপণন মরশুমে সরকার ন্যূনতম সহায়ক মূল্যের বর্তমান হারে কৃষকদের থেকে খরিফ শস্য সংগ্রহ করছে। ২০২০-২১ খরিফ বিপণন মরশুমে সুষ্ঠুভাবে পশ্চিমবঙ্গ সহ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, আসাম, বিহার, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্য থেকে গত ৮ মার্চ পর্যন্ত ৬ কোটি ৭৩ লক্ষ ৫৩ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। সংগ্রহের এই পরিমাণ গত বছরের ঐ একই মরশুম থেকে সংগ্রহের পরিমাণের তুলনায় ১৪.২৬ শতাংশ বেশি। চলতি মরশুমে মোট যে পরিমাণ ধান সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে ২ কোটি ২ লক্ষ ৮২ হাজার মেট্রিক টন বা ৩০.১১ শতাংশই সংগৃহীত হয়েছে পাঞ্জাব থেকে। সরকারি এই সংগ্রহের ফলে চলতি খরিফ বিপণন মরশুমে প্রায় ৯৮ লক্ষ ৫৫ হাজার কৃষক লাভবান হয়েছেন এবং ন্যূনতম সহায়ক মূল্যে ১ লক্ষ ২৭ হাজার ১৬৪ কোটি টাকার বেশি ধান সংগ্রহ হয়েছে। 


বিভিন্ন রাজ্য থেকে পাওয়া প্রস্তাবের ভিত্তিতে ২০২০-২১ খরিফ বিপণন মরশুম এবং ২০২১ সালের রবি বিপণন মরশুম থেকে ৯৪ লক্ষ ৩৯ হাজার মেট্রিক টন ডাল ও তৈলবীজ সংগ্রহে অনুমতি দেওয়া হয়েছে। মূল্য সহায়তা কর্মসূচির মাধ্যমে তামিলনাডু, কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ওডিশা প্রভৃতি রাজ্য থেকে এই ডাল ও তৈলবীজ সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাডু ও কেরল থেকে ১ লক্ষ ২৩ হাজার মেট্রিক টন কোপরা সংগ্রহে অনুমতি দেওয়া হয়েছে। অন্যান্য রাজ্য থেকেও প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে তৈলবীজ, ডালশস্য ও কোপরা সংগ্রহে অনুমতি দেওয়া হবে। 


সরকার নোডাল এজেন্সিগুলির মাধ্যমে গত ৮ মার্চ পর্যন্ত ১ হাজার ৬৮১ কোটি ৭০ লক্ষ টাকার ন্যূনতম সহায়ক মূল্যে ৩ লক্ষ ১২ হাজার ৪২১ মেট্রিক টনেরও বেশি মুগ, উরাদ, তুর, ছোলা, সয়াবীন সংগ্রহ করেছে। এর ফলে, ২০২০-২১ খরিফ এবং ২০২১ সালের রবি বিপণন মরশুমে তামিলনাডু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট প্রভৃতি রাজ্যের প্রায় ১ লক্ষ ৭০ হাজার কৃষক লাভবান হয়েছেন।


একইভাবে, ৫২ কোটি ৪০ লক্ষ টাকার ন্যূনতম সহায়ক মূল্যে গত ৮ মার্চ পর্যন্ত কর্ণাটক ও তামিলনাডুর ৩ হাজার ৯৬১ জন কৃষকের কাছ থেকে ৫ হাজার ৮৯ মেট্রিক টন কোপরা সংগ্রহ করা হয়েছে। সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনগুলি ডালশস্য ও তৈলবীজ বাজারজাত হওয়ার দিন থেকেই সংগ্রহ প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। অন্যদিকে, ন্যূনতম সহায়ক মূল্যে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, প্রভৃতি রাজ্য থেকে কাপাস সংগ্রহের অভিযান চলছে। ইতিমধ্যেই ২৬ হাজার ৭১৯ কোটি ৫১ লক্ষ টাকার বিনিময়ে  ৯১ লক্ষ ৮৬ হাজার ৬৭৮টি কটন বেল সংগ্রহ করা হয়েছে। এর ফলে, ঐ রাজ্যগুলির ১৮ লক্ষ ৯৭ হাজারেরও বেশি কৃষক লাভবান হয়েছেন। 

***

 

 

CG/BD/SB



(Release ID: 1703798) Visitor Counter : 95