বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

জৈব প্রযুক্তি বিভাগ মহিলা বিজ্ঞানীদের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত ক্ষেত্রে গবেষণার জন্য লিঙ্গ সমতার প্রতি লক্ষ্য রেখে এসডিজি-৫ অর্জন করতে সহায়তা করছে

Posted On: 09 MAR 2021 9:32AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ মার্চ ২০২১

জৈব প্রযুক্তি বিভাগ বিভিন্ন সরকারি সংস্থা  এবং স্ব-শাসিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মাধ্যমে বিজ্ঞানের প্রতি মহিলাদের আগ্রহ বাড়াতে, বিশেষ করে গবেষণায় মহিলাদের অংশগ্রহণ জোরদার করতে বেশকিছু উদ্যোগ নিয়েছে। বিভাগের পক্ষ থেকে মহিলা বিজ্ঞানীদের জন্য ২০১১ সালের জানুয়ারি থেকে একটি বায়োটেকনোলজি ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট এবং রি-ওরিয়েন্টেশন প্রোগ্রাম চালু করেছে। এই প্রকল্পে মূলত কর্মরত অথবা কর্মহীন মহিলা বিজ্ঞানীদের জন্য প্রথম একটি বহির্মুখী গবেষণা অনুদানের ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পে জীবন বিজ্ঞানের প্রতিটি শাখার গবেষকরাই সুযোগ পাবেন। গত ৬ বছরে ২৩৩ জন মহিলা বিজ্ঞানী এই প্রকল্পের সুযোগ পেয়েছেন।


জানকী আম্মাল জাতীয় মহিলা জীববিজ্ঞানী পুরস্কার-

জীববিজ্ঞান এবং জৈব প্রযুক্তির ক্ষেত্রে মহিলা বিজ্ঞানীদের গবেষণার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার চালু করা হয়েছে। পুরস্কার হিসেবে নগদ ৫ লক্ষ টাকা দেওয়া হয়। এই পুরস্কারের আওতায় ৪৫ বছরের কম বয়সী মহিলা জীববিজ্ঞানীরা তাঁদের গবেষণার স্বীকৃতি স্বরূপ এই অর্থ পেয়ে থাকেন। মূলত গবেষণা চালানোর জন্য অনুদান হিসেবে এই টাকা দেওয়া হয়।


গত ছয় বছরে এরকম ১৮টি পুরস্কার দেওয়া হয়েছে।

***

 

 

CG/ SB



(Release ID: 1703525) Visitor Counter : 171


Read this release in: English , Urdu , Hindi