কৃষিমন্ত্রক

ভারতীয় কৃষিকে আত্মনির্ভর হিসেবে গড়ে তুলতে মহিলা কৃষকেরা অগ্রণী ভূমিকা পালন করেছেন ! শ্রী পুরুষোত্তম রুপালা

Posted On: 08 MAR 2021 4:28PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৮ মার্চ, ২০২১


    ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২১’ উপলক্ষে আজ নতুন দিল্লির ভারতীয় কৃষি গবেষণা পর্ষদ ভার্চুয়াল মাধ্যমে এক  অনুষ্ঠানের আয়োজন  করে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী পুরুষোত্তম রুপালা আন্তর্জাতিক নারী দিবসের এই অনুষ্ঠানে মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জানান, সরকার নারীদের ক্ষমতায়ণে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। জীবন- বিজ্ঞান, রাজনীতি, প্রযুক্তি, হস্তশিল্প কলা, খেলাধুলা, শিক্ষা, কৃষি ও সেনাবাহিনী ইত্যাদি সমস্ত ক্ষেত্রে আজ ‘#নারীশক্তি’ পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে।
    কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী কৈলাশ চৌধুরী জানান মহিলারা সমাজের প্রতিটি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কৃষি ক্ষেত্রে নারীদের অবদান প্রশংসনীয়। মন্ত্রী উল্লেখ করেন যে তাঁদের কঠোর পরিশ্রম দেশকে গর্বিত করে তুলেছে। শ্রী চৌধুরী এদিন নারীদের কল্যাণে কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপ যেমন বেটি বাঁচাও বেটি পঢ়াও-এর মতো একাধিক কর্মসূচীর কথা তুলে ধরেন। তিনি বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যপূরণে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।


    অনুষ্ঠানে ভারতীয় কৃষি গবেষণা পর্ষদের অতিরিক্ত মহানির্দেশক ডঃ ত্রিলোচন মহাপাত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃষি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এদিন বিভিন্ন মহিলাকে সম্মান জানানো হয়। 

***

 

 

CG/ SS/NS



(Release ID: 1703359) Visitor Counter : 231